‘লেখাপড়া না জানা এক দলের নেত্রী বর্তমান সরকারের সাফল্য দেখে ষড়যন্ত্র করছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে মৌলবাদী চক্র জঙ্গি অপতৎপরতা চালাতে চাইছে জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘লেখাপড়া না জানা একটি দলের নেত্রী বর্তমান সরকারের সাফল্য দেখে ষড়যন্ত্র করছে।’
বুধবার লালমাটিয়া মহিলা কলেজের নবীণ বরণ ও সুবর্ণ জয়ন্তীর সমাপনী র্যালি-পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) দেশ-বিদেশে সর্বজন স্বীকৃত ও প্রশংসিত হলেও বিএনপি চেয়ারপারসন তা নিয়ে আবোল-তাবোল বকছেন। তাদের কূটকৌশল সম্পর্কে সচেতন নারী সমাজকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে। বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও দক্ষ নারী সমাজ গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে।কোনভাবেই সম্ভাবনাময় বাংলাদেশকে পশ্চাদমুখী করতে পারবে না। এ জন্য নবীন শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান চর্চা ও নৈতিকতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।
তিনি বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, এ কলেজটিকে দেশে শীর্ষস্থানীয় মডেল নারী বিদ্যাপীঠে রূপান্তরে সার্বিক কর্মপরিকল্পনা অব্যাহত রাখা হবে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মো. হাসান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, উপাধ্যক্ষ মো. মজিবুর রহমান মিয়া ও সাবিহা ফেরদৌসী।
পরে নানক কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং র্যালিতে অংশগ্রহণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন