লেলিনের মরদেহ সংরক্ষণে বছরে দেড় কোটি টাকা

বলশেভিক বিপ্লবের নায়ক এবং সোভিয়েত ইউনিয়েনের প্রথম রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির লেলিনের মৃতদেহ সংরক্ষণে চলতি বছর রাশিয়া খরচ করবে ১৩ মিলিয়ন রুবল বা দুই লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রার হিসেবে এক কোটি ৫৭ লাখ ১৬ হাজার টাকারও বেশি।
তবে বিবিসি জানিয়েছে, বর্তমান রাশিয়ার অনেকেই এতো অর্থ ব্যয় করে ‘মমি’ সংরক্ষণের বিপক্ষে মত দিয়েছেন। রাশিয়ার সরকারি কমসোমলস্কায়া প্রাভদার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের মন্তব্যে একজন লিখেছেন, লেনিন নিজেও হয়তো এভাবে মূর্তি হিসেবে পূজিত হওয়ার বিরোধিতা করতেন।
রাশিয়ার রাষ্ট্রীয় ক্রয় সংক্রান্ত সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিসে খরচের ওই তথ্য জানানো হয়েছে। রাশিয়ার নিউজ পোর্টাল আরবিকে জানায়, প্রয়াত নেতার দেহাবশেষ তার ‘জীবিত রূপের কাছাকাছি’ রাখতে এ বছর ওই অর্থ খরচ করা হবে।
১৯২৪ সালে মস্কোর রেড স্কয়ারে প্রথম প্রদর্শনের পর থেকে লেনিনের মৃতদেহ ‘মেরামত’ করা হচ্ছে রুশ বায়োমেডিকেল টেকনোলোজি রিসার্চ অ্যান্ড ট্রেইনিং সেন্টার নামের একটি গবেষণাগারের তত্ত্বাবধানে।
নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর লেনিনের মরদেহ এভাবে কাচ ঘেরা কফিনে প্রদর্শন না করে সমাহিত করার দাবি উঠেছে অনেকবার। সাম্প্রতিক এক অনলাইন জরিপে আট হাজার উত্তরদাতার ৬২ শতাংশই ওই মতকে সমর্থন করেছেন। তবে এসব আহ্বান কানে তোলেনি ক্রেমলিন।
উল্লেখ্য, লেনিনকে বিংশ শতকের অন্যতম প্রধান ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বব্যাপী লেনিন একজন বিতর্কিত ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিগণিত। তার সমর্থকেরা তাকে গণমানুষের অধিকার আদায়ে যোদ্ধা হিসেবে বিবেচনা করে। অপরদিকে তার বিরুদ্ধবাদীরা তাকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার প্রবর্তনকারী এবং গৃহযুদ্ধের প্রশ্রয়দাতা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বলে আখ্যায়িত করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন