লোয়ার অর্ডারের দাপটে মান বাঁচল শ্রীলঙ্কার
আরেকটি দক্ষিণ আফ্রিকার ইনিংস দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। পাকিস্তানের বোলারদের তাণ্ডবে খেই হারিয়ে ফেলেছিলেন লঙ্কানরা।
চতুর্থ উইকেটে ৭৮ রানের জুটি কিছুটা আশা জাগিয়েছিল। কিন্তু এরপর আবার আউট হওয়ার প্রতিযোগিতা। অবিশ্বাস্য হলেও সত্য যে লঙ্কানদের তৃতীয় সর্বোচ্চ ৪৬ রানের জুটি আসল অষ্টম উইকেটে। আর এই লেজের দাপটেই ৪৯.২ ওভারে ২৩৬ রানে অলআউট হলো লঙ্কানরা।
টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানে লঙ্কানদের প্রথম উইকটের পতন ঘটে। জুনায়েদ খানের বলে শোয়েব মালিকের হাতে ধরা পড়েন ওপেনার গুনাথিলাকা (১৩)। এরপর জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস এবং নিরোশান ডিকাভিলা। জুটি ৫৬ রানে পৌঁছতেই আবারও উইকেট হারায় শ্রীলঙ্কা। এবারের শিকারী হাসান আলী। ২৯ বলে ২৭ রান করা কুশল মেন্ডিসকে সরাসরি বোল্ড করে দেন তিনি। ১ রানের ব্যবধানে ফাহিম আশরাফের বলে বোল্ড হয়ে যান নির্ভরযোগ্য ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল। তিনি রানের খাতা খুলতেই পারেননি।
শুরুতেই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে আশার আলো দেখিয়েছিলেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ এবং ওপেনার নিরোশান ডিকাভিলা। ৮৩ রানে ৩ উইকেট হারানোর পর ৪র্থ উইকেটে ৭৮ রানের জুটি গড়েন দুজন। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন ডিকাভিলা। কিন্তু সেটা আর হলো না। দলীয় ১৬১ রানে মোহাম্মদ আমির বোল্ড করে দিলেন ৫৪ বলে ৩৯ রান করা লঙ্কান অধিনায়ককে। এরপর শুরু হলো যাওয়া আসার পালা। স্কোরবোর্ডে ১ রান যোগ হতেই ধনঞ্জয় ডি সিলভাকে ফেরালেন জুনায়েদ খান।
তখনও আশার আলো হয়ে জ্বলছিলেন ডিকাভিলা। কিন্তু তাকেও স্বস্তি দিলেন না আমির। পরের ওভারে বল করতে এসেই অধিনায়ক কাম উইকেট কিপার সরফরাজ আহমেদের গ্লাভসবন্দী করলেন ডিকাভিলাকে। আউট হওয়ার আগে ৮৬ বলে ৪ বাউন্ডারিতে ৭৩ রান করেন এই ওপেনার। থিসারা পেরেরাকে ফিরিয়ে ১৬৭ রানে লঙ্কানদের ৭ম উইকেটের পতন ঘটান জুনায়েদ। ৮ম উইকেটে ৪৬ রানের জুটি গড়ে দলের রান ২০০ পার করেন সুরঙ্গা লাকমল এবং অ্যাশলে গুনারত্নে। ৪ বল বাকী থাকতেই ২৩৬ রানে অলআউ হয় শ্রীলঙ্কা। জুনায়েদ খান এবং হাসান আলী ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ আমির এবং ফাহিম আশরাফ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন