শক্তিশালী মহিলারা যৌনতার জন্য নয়: কঙ্গনা
সবসময় মুখের উপর জবাব দেওয়া স্বভাব কঙ্গনা রানাওয়াতের। এবারও তাঁর ব্যতিক্রম হলেন না। নিজের মতামত সম্পর্কে তিনি বরাবরই খুব স্পষ্ট। নিজের ব্যক্তিত্বকেও খুব শক্তিশালী বলে মনে করেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ব্যক্তিত্ব ও তাঁর সমসাময়িক অভিনেত্রীদের ব্যক্তিত্ব নিয়ে সরব হলেন কঙ্গনা।
কঙ্গনা পিতৃতান্ত্রিক শাসন নিয়ে বলতে গিয়ে বলেন যে, অধিকাংশ পুরুষই শক্তিশালী এবং ব্যক্তিত্বময়ী মহিলাদেরকে যৌনতার প্রস্তাব দিতে পারেন না। “শক্তিশালী মহিলারা যৌনতার জন্য নয়”, বলেন কুইন ছবির নায়িকা। এরপর তিনি বলেন, “সাহসী, জেদি মহিলাদের শুধু শক্তিশালী ও দৃড়চেতা পুরুষরাই চান। যে মহিলা নিজের মনের মধ্যে কি চলছে তা স্পষ্ট মুখে বলতে পারেন তাকে নিয়ে চলা খুবই ভয়ঙ্কর! যদিও সবার ক্ষেত্রে এটি একরকম নয়। সাহস খুব দুর্লভ বিষয়”।
তাঁর সমসাময়িক অভিনেত্রীরাও নাকি নেতিবাচক প্রতিক্রিয়ার ভয়ে সত্যি কথা স্পষ্ট বলতে পারেন না, এমনই মনে করেন কঙ্গনা। তিনি বলেন, “মানুষ শুধু তাদেরকেই পছন্দ করেন যারা সামনে মিষ্টি কথা বলেন। এমনকি সবথেকে সফল মহিলারাও চান যে তাদেরকে সকলেই পছন্দ করুক”।
বলিউডে কঙ্গনার অন্যতম দুই প্রতিযোগী হলেন দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। দুজনেই এখন হলিউডে। কিন্তু কঙ্গনা এখনও হলিউডে যাওয়ার কথা কিছু ভাবেননি। বরং হলিউডে যাওয়াকে বোকামি বলেই মনে করেন তিনি। তিনি বলেন, “এখন পশ্চিমে যাওয়াটা বোকামি হবে। সিনেমা হলের ব্যবসা ওখানে প্রায় ভঙ্গুর, ডিজিটাল মিডিয়ার আধিপত্যের জন্য। অন্যদিকে এশিয়া এখন যেখানে আছে, হলিউড ১৫ বছর আগে সেখানে ছিল। বিনোদনের জন্য এটি একটি লোভনীয় সময়”।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন