শচীনের রেকর্ড ছোঁয়া দূরের ব্যাপারঃ কুক
বয়স তাঁর এখন প্রায় ৩২। এরই মধ্যে খেলে ফেলেছেন ১৩৩টি টেস্ট। ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক চাইলে খেলতে পারবেন আরো বেশ কিছুদিন। অনেকে আবার আগ বাড়িয়ে বলছেন, চেষ্টা করলে হয়তো শচীন টেন্ডুলকারের ২০০ টেস্ট খেলার রেকর্ডও স্পর্শ করতে পারেন তিনি।
অবশ্য শচীনের এই রেকর্ড ছোঁয়ার বিষয়টাকে অনেক দূরের ব্যাপার মনে করছেন কুক। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসলে শচীনের রেকর্ড স্পর্শটা অনেক দূরের ব্যাপার। জানি না কত দিন ক্রিকেট খেলতে পারব। তবে আমার চেষ্টা থাকবে যত দিন খেলতে পারি নিজের সেরাটা দিয়ে যাওয়া।’
অবশ্য ১৩৩টি টেস্ট খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক, ‘এখন পর্যন্ত ১৩৩ ম্যাচ খেলতে পেরেছি, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। তবে ভবিষ্যতে কী হবে তা এখনই বলতে পারছি না। আপতত আমার সব ভাবনাজুড়ে বাংলাদেশের বিপক্ষে আগামীকালের ম্যাচ।’
২০০৬ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় কুকের। এরপর থেকে টানা তিনি খেলে যাচ্ছেন ইংল্যান্ডের জার্সি গায়ে। আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামলে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলারও রেকর্ড গড়ে ফেলবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন