শতকরা ৬০ জনের টুথব্রাশেই থাকে মল ভর্তি জীবানু
আপনি হয় তো উপরে টাইটেল টা দেখে অনেক টাই অবেক।শুধু আপনি নন, এই টাইটেল টা দেখে সবাই অবাক,যে কিভাবে টুথব্রাশে মল থাকে…?!? কিন্তু হ্যা কথা অবাক হলেও সত্যি। আমাদের প্রতিদিন ব্যবহার করা টুথব্রাসে একটি সময় জন্ম নেয় বিষ্ঠার আকারে মল। যা আপনার দাত ও মুখের ত্বকের জন্য মারাত্বক ক্ষতিকর।
সম্প্রতি ক্যুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখায় যায়, প্রায় শতকরা ৬০ জনের মানুষের ব্রাসে জন্ম নেয় বিষ্ঠা আকারে মল বা জীবানু। আর এই মল জন্ম নেই, প্রতিদিন ব্রাস করে আপনার মুখে থাকা অবাঞ্ছনীয় খাবার ও মুখগহ্বরের মাইক্রোস্ক্র্যাপ এই গুলো টুথব্রাসে মল হয়ে জন্ম নেয়। আপনি একটু লক্ষ করে দেখবেন যে, আপনার টুথব্রাসের গোড়ায় দিনে হলুদ রঙ্গের জমাট বাধা মল, যেটাকে আপনি হয় তো ময়লা ভাবেন, আসলেই সেটাই বিষ্টা আকারে জমাট বাধা মল।
আসলে এই টুথব্রাসে থাকা মল টি হলো হার্পিসের ও স্ট্যাফিলোকোকাস অরেসাস এর মতো মারাত্বক জীবাণু। যা আপনার অজান্তেই আপনার টুথব্রাসে জন্ম নেয়, আর আপনি একটু বুঝতে পারনে না।
আরো একটি গবেষণায় দেখা গেছে, এই জীবানু আপনার মুখে শুধু ত্বক ও দাত কেই ক্ষতি করবে না সাথে সাথে আপয়ার মুখে হেপাটাইটিসের এর মত ভয়ানক সংক্রামণ ছরিয়ে দিতে পারে।
অনেকেই মনে করে, টুথব্রাসে ক্যাপ ব্যবহার করলেও বুঝি সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, ক্যাপ ব্যবহার করা সত্ত্বে আপনি এই মল বা অরেসাস, হার্পিসের মতো জীবাণু কে আটকাতে পারবেন না।
তাই গবেষকরা বলছে, প্রতি ১ মাসে অন্তর অন্তর টুথব্রাস পরিবর্তন বুদ্ধিমানের কাজ। বেশি দিন বা দীর্ঘ দিন ধরে টুথব্রাস ব্যবহার করার ফলে এইমন মল বা জিবানুর জন্ম নেয় বলে গবেষকরা ধারনা করছেন।
তাই আজই আপনার টুথব্রাস কে পরীক্ষা করুন, দেখুন মল বা জীবানু জন্মচে কি না আর হ্যা অবশ্যই অবশ্যই ১ মাসের অন্তর অন্তর আপনার টুথব্রাস পরিবর্তন করুন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন