মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শততম টেস্টের প্রথম দিনে উজ্জ্বল বাংলাদেশ

কলম্বোর পি.সারা ওভালে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টের প্রথম দিনটি আলো ছড়িয়ে শেষ করলো টাইগাররা। ২৩৮ রানের বিনিময়ে লংকানদের ৭ উইকেটে তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। আলো স্বল্পতার কারণে ৪১ বল আগেই দিনের খেলা শেষ হয়ে যায়।

শততম টেস্টের রোমাঞ্চ নিয়ে ২২ গজে টস লড়াইয়ে শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ভাগ্য এবারও মুশির দিকে ফিরে তাকায়নি। যেমনটা তাকায়নি গল টেস্টে। তাই এবারও টস জিতে আগে ব্যাট করার সিদ্বান্ত লংকানদের।

দলনায়ক টস জিততে না পারলেও, হতাশ করেননি বাংলাদেশের বোলাররা। তারাও তো রোমাঞ্চের সাগরে হাবুডুবু খাচ্ছেন। তাই শ্রীলঙ্কার দুই ওপেনারকে দুর্দান্ত সব ডেলিভারিতে চেপে ধরেন টাইগার দুই উদ্বোধনী বোলার মুস্তাফিজুর রহমান ও শুভাশিষ রায়।

ফিজ ও শুভাশিষের তোপে শুরু থেকেই দিশেহারা স্বাগতিক দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও উপুল থারাঙ্গা। প্রথম ৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৬। এমন স্কোরই বলে দেয়, কতটা অসহায় ছিলেন স্বাগতিক দুই ওপেনার।

অসহায়ত্ব থেমে যেতে পারতো, যদি ভাগ্য সহায় না হতো করুনারত্নে ও থারাঙ্গার। কারণ ওই ৩৬ ডেলিভারিতে বহুবার আউটের ফাঁদে পড়েছিলেন তারা। কিন্তু ভাগ্য পক্ষে কথা বলেনি বাংলাদেশের।

অবশেষে নবম ওভারের চতুর্থ বলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। গালিতে দাঁড়ানো মেহেদি হাসান মিরাজের সহায়তায় করুনারত্নকে ৭ রানেই থামিয়ে দেন মুস্তাফিজুর।

দলীয় ১৩ রানে প্রথম উইকেট তুলে নেয়ার পর ইনিংস মেরামতের দিকেই চোখ দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সেটি করতে দেননি মিরাজ। নিজের তৃতীয় ওভারের পঞ্চম বলে তিন নম্বরে নেমে ৫ রান করা কুশাল মেন্ডিসকে থামান তিনি।

ম্যাচে প্রথম উইকেট শিকারে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেন মিরাজ। তাই তার ঘূর্ণিতে ছন্দহীন ছিলো থারাঙ্গা। সেই ছন্দ অবশেষে থেমে যায় দলীয় ৩৫ রানে। নামের পাশে ১১ রান রেখে মিরাজের শিকার হন থারাঙ্গা।

দ্রুত ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। সেখান থেকে লংকানদের খেলায় ফেরানোর চেষ্টা করেন দীনেশ চান্ডিমাল ও আসলে গুনারত্নে। সাফল্যকে বড় করার পথেই হাটছিলেন তারা। কিন্তু মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে এই জুটি ভেঙে শততম টেস্টের প্রথম সেশনটি বাংলাদেশের করে রাখেন পেসার শুভাশিষ। ১৩ রান করে থামেন গুনারত্নে। চতুর্থ উইকেটে এই জুটির ৩৫ রানের সুবাদে ৪ উইকেটে ৭০ রান নিয়ে প্রথম সেশন শেষ করে শ্রীলঙ্কা।

তবে দ্বিতীয় সেশনটি ছিল শ্রীলঙ্কার। এই সেশনে মাত্র ১ উইকেট হারিয়ে ৭৯ রান যোগ করেন চান্ডিমাল-ধনানঞ্জয়া ডি সিলভা ও উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা। পঞ্চম উইকেটে ৬৬ রানের জুটি গড়েন চান্ডিমাল ও ডি সিলভা। এই জুটিতে ভাঙ্গন ধরান তাইজুল ইসলাম। ৩৪ রান করা ডি সিলভাকে শিকার করেন তিনি।

ডি সিলভার বিদায়ে উইকেটে চান্ডিমালের সঙ্গী হন ডিকবেলা। রান তোলায় মারমুখী ছিলেন ডিকবেলা। এতে ছন্দপতন ঘটে বাংলাদেশ বোলারদের লাইন-লেন্থে। সেই সুযোগে রান তোলার গতিও বেড়ে যায় শ্রীলঙ্কার। সেই রানের লাগাম ম্যাচের ৬০তম ওভারে টেনে ধরেন সাকিব আল হাসান। নিজের ১৩তম ওভারে এসে প্রথম সাফল্য পান সাকিব। ৪টি চারে ৩৭ বলে ৩৪ রান করে থামেন ডিকবেলা। চান্ডিমালের সাথে ৪৪ রানের জুটি গড়েন ডিকবেলা।

ডিকবেলার পর, উইকেটে এসে বেশিক্ষণ থাকতে পারেননি আট নম্বরে নামা দিলরুয়ান পেরেরাও। মুস্তাফিজুরের দ্বিতীয় শিকার হবার আগে ৯ রান করেন পেরেরা।

দলীয় ১৯৫ রানে সপ্তম উইকেট হারানোর পর দিনের শেষদিকে দারুণ এক জুটি গড়েন চান্ডিমাল ও অধিনায়ক হেরাথ। আলো স্বল্পতায় প্রথম দিনের খেলা বন্ধ হবার আগে দু’জনই থেকে যান অপরাজিত। চান্ডিমাল টেস্ট ক্যারিয়ারের ১২তম হাফ-সেঞ্চুরি তুলে ৮৬ রানে ও হেরাথ ১৮ রানে অপরাজিত আছেন। চান্ডিমালের ২১০ বলের ইনিংসে মাত্র ৪টি বাউন্ডারি ছিল। বাংলাদেশের মুস্তাফিজুর ও মিরাজ ২টি করে উইকেট নেন। এছাড়া শুভাশিষ, সাকিব ও তাইজুল ১টি করে উইকেট নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি