শততম টেস্টে ভাগ্য খুলে গেল সাব্বিরের
টেস্ট ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের দলে জায়গা নিয়ে কিছুদিন ধরে আলোচনা সমালোচনা কম হচ্ছে না। রেকর্ডও মাহমুদুল্লাহর হয়ে কথা বলছে না।
২০১৪ সালের পর থেকে টপ অর্ডারে ব্যাট করে রিয়াদের ফিফটি মাত্র দুইটি। শেষ টেস্ট সেঞ্চুরি এসেছে সেই ২০১০ সালে। সম্প্রতি চার নম্বর থেকে ছয় নম্বরে ব্যাট করতে নামলেও ভাগ্য বদল হয় নি রিয়াদের।
সব মিলিয়ে শ্রীলঙ্কায় কলম্বো টেস্টের আগে সেরা একাদশ নিয়ে অনেক কানাঘুষা চলছে। কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভাষ্য সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট বুঝা যায় যে, কলম্বো টেস্টে বদলে যাচ্ছে বাংলাদেশ দল।
ছয় নম্বরে মাহমুদুল্লাহর বদলী হিসেবে দেখা যাবে সাব্বির রহমানকে। এখন পর্যন্ত পাঁচ টেস্ট খেলে সাব্বির তিনটি ফিফটির দেখা পেয়েছেন।
কলম্বো টেস্টের আগে কোচ হাথুরুসিংহে, সাব্বিরের সাথে বিশেষ ব্যাটিং সেশন করেছেন। বুঝাই যাচ্ছে শততম টেস্টে খেলা হচ্ছে না রিয়াদের।
এছাড়া কলম্বোর স্পিনিং কন্ডিশন বিবেচনায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে সেরা একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে তিন পেসার ফরমুলা থেকে সরে আসতে হবে বাংলাদেশকে।
পেসারদের মধ্যে কে থাকছেন সেটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। সব মিলিয়ে কলম্বো টেস্টের আগে সেরা একাদশ কেমন সেটা নিয়েই জল্পনা কল্পনা কাটছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন