শততম টেস্টে সেরাটা চাই

গলে ৯৯তম টেস্টে হেরে ২ ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে আছে টাইগাররা। এখন অপেক্ষা শততম টেস্টের। ঐতিহাসিক সেই টেস্টে ক্রিকেটারদের সেরাটা দেখতে চান বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
সোমবার দলের প্র্যাকটিস সেশনের পর ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার এমন ইচ্ছার কথা জানান।
ওয়ালশ বলেন, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই গর্বের মুহূর্ত। আমরা এ ম্যাচে দলের ক্রিকেটারদের সেরাটা দেখতে চাই।তারা নিজেদের সব শক্তি দিয়েই ম্যাচটায় ভালো করবে বলে আশা করি। তারাও নিজের সেরাটা নিংড়ে দিতে প্রস্তুত। সবচে’ বড় কথা এটা একটা মাইলফলক। একে স্মরণীয় করে রাখতে ভালো করা জরুরি।
তিনি বলেন, এ টেস্টকে স্মরণীয় করার চিন্তা আমাদের মাথায় আছে। তাই চেষ্টা করছি কন্ডিশনের সঙ্গে উপযোগী একাদশ সাজাতে। পি সারা স্টেডিয়ামের উইকেটের সঙ্গে মিল রেখেই দল ঘোষণা করা হবে।
২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২৫৯ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা। প্রথম টেস্টে হারের দায় ব্যাটসম্যানদের ওপরই দেন অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়ালশও সেই পথেই হাঁটেন।
তার মতে, দলের পেসারদের প্রায় সবাই তরুণ ও অনভিজ্ঞ। তারা ধারাবাহিকভাবে দীর্ঘ সময় লম্বা স্পেলে ভালো জায়গায় বল করতে পারে না।এর কারণ অভিজ্ঞতার ঘাটতি। যতো বেশি খেলবে ততো অভিজ্ঞতা বাড়বে। আর অভিজ্ঞতা বাড়ার সঙ্গে ততো এ ঘাটতি কেটে যাবে।
বুধবার কলোম্বোর পি সারা স্টেডিয়ামে ঐতিহাসিক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন