শতভাগ কারখানায় ঈদ বোনাস পরিশোধ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শতভাগ তৈরি পোশাক শিল্প কারখানায় বোনাস পরিশোধ করা হয়েছে। একইসাথে ৯১ শতাংশ কারখানা ইতোমধ্যে গত আগস্ট মাসের বেতন প্রদান করেছে। বাকি ৯ শতাংশ কারখানাও আগামীকালের মধ্যে বেতন পরিশোধ করবে।
আজ শনিবার রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনে আয়োজিতএক সংবাদ সম্মেলনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. ছিদ্দিকুর রহমান এ তথ্য জানান।
ঈদুল আজহাকে সামনে রেখে পোশাক শিল্পখাতের শ্রম পরিস্থিতির ওপর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিজিএমইএ সভাপতি বলেন,শতভাগ কারাখানা কর্মীদের বোনাস পরিশোধ করেছে। অন্যদিকে মোট ৯১ শতাংশ কারখানায় গত মাসের বেতন দেয়া হয়েছে। আগামীকালের মধ্যেই অবশিষ্ট কারখানাগুলোতে বেতন পরিশোধ করা হবে।
তিনি জানান, এখন পর্যন্ত ঈদের ছুটি প্রদান করা হয়েছে ৮৮ শতাংশ কারখানায়। আগামীকালকের মধ্যেই বাকি কারখানাগুলোতে ছুটি দেয়া হবে।
উল্লেখ্য, ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাগব এবং যানজট এড়াতে পোশাক শ্রমিকদের একসাথে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দেয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













