শত্রু দেশের বিদায়ী ক্রিকেটারের জন্য কোহলি উপহার
ক্রিকেট মাঠ হোক বা রাজনীতির মাঠ ভারত-পাকিস্তান বরাবরই চির প্রতিদ্বন্দ্বী। ভারত-পাকিস্তান একে অপরের শত্রুর চোখে দেখে এ কথা ‘ওপেন সিক্রেট’। কিন্তু সেই শত্রু দেশের বিদায়ী ক্রিকেটারের জন্যই উপহার পাঠাচ্ছে বিরাট কোহলিরা। বিরাট কোহলি সহ ভারতের সকল ক্রিকেটারা বিদায়ী উপহার হিসাবে শত্রু দেশের বিদায়ী ক্রিকেটারের জন্য বিশেষ সম্মান ও উপহার পাঠাচ্ছেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ২১ বছর পরে ক্রিকেটে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেকবারই ভারতের মুখোমুখি হয়েছেন আফ্রিদি। মাঠে ভারতীয়দের কাছে প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে আফ্রিদিকে বেশ সম্মান করেন তারা।
সেই সম্মান থেকেই এবার আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ে উপহার পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় রান মেশিন ও অধিনায়ক কোহলির একটি জার্সিতে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটাররা স্বাক্ষর করেছেন। সেই জার্সিটিই পাঠিয়ে দেওয়া হবে আফ্রিদিকে। সেখানে লেখা আছে, ‘আপনার বিপক্ষে খেলা সব সবসময়ই আনন্দের।’
পাকিস্তানের এক ক্রীড়া সংবাদিক নিজের ভেরিফাইড টুইটারে সেই জার্সির ছবিও শেয়ার করে জানিয়ে দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন