‘শত প্রতিকূলতার মধ্যেও জাতীয় পার্টি টিকে আছে এবং থাকবে’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি আগামী ১৪ মে জাতীয় পার্টির জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, শত প্রতিকূলতার মধ্যেও জাতীয় পার্টি টিকে আছে এবং টিকে থাকবে। তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হবে। অতীতে জাতীয় পার্টির উপর সীমাহীন অত্যাচার-নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে। তারপরও আমরা টিকে আছি এবং দেশ ও জাতির স্বার্থেই জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হবে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ আজ মঙ্গলবার তাঁর বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান ট্যাপা, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হাবিবুর রহমান, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, মহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমী উপস্থিত ছিলেন।
এরশাদ আরো বলেন, যারা আমাদের উপর অগণতান্ত্রিক এবং প্রতিহিংসামূলক আচরণ করেছে, তারা এখন রাজনীতিতে বিলীন হয়ে যাবার পথে। একেই বলে প্রকৃতির প্রতিশোধ।
তিনি বলেন, আগামী নির্বাচনই হয়তো হবে আমার শেষ নির্বাচন কিংবা এবারের কাউন্সিলই হবে হয়তো আমার শেষ কাউন্সিল। তাই এই কাউন্সিলের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন করে সেই কমিটির নেতৃত্বেই আগামী নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ এক বিবৃতিতে আন্দোলনরত রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবী মজুরী কমিশন ঘোষণাসহ ৫ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন