শপথ নিলেন আপিলের তিন বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতি শপথ নিয়েছেন। নবনিযুক্ত বিচারপতিদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেজ লাউঞ্জে সকাল ১০টায় তাদের এই শপথ অনুষ্ঠান হয়।
শপথ নেয়া বিচারপতিরা হলেন- বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি বজলুর রহমান সানা।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।
এর আগে রোববার আপিল বিভাগের এই তিন বিচারপতিকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন। এ নিয়ে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল ৯ জনে।
বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ৬ জন বিচারপতি রয়েছেন। অন্যরা হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
প্রসঙ্গত, হাইকোর্টের বিচারপতিদের জ্যেষ্ঠতার দিক থেকে ৩২ জনকে ডিঙিয়ে নিজামুল হক ও বজলুর রহমানকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হলো। জ্যেষ্ঠতার দিক দিয়ে বিচারপতি নিজামুল হক ৩৩ নম্বরে রয়েছেন এবং বিচারপতি বজলুর রহমান ৩৪ নম্বরে।
এ ছাড়া ২০১২ সালে ‘দি ইকোনমিস্ট’ ও ‘আমার দেশ’ পত্রিকায় বিচারপতি নিজামুল হক নাসিম ও বেলজিয়ামপ্রবাসী আইনজীবী আহমেদ জিয়াউদ্দিনের মধ্যকার টেলিফোনে কথোপকথন প্রকাশিত হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে ওই বছরের ১১ ডিসেম্বর তিনি ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ ত্যাগ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন