শফিক রেহমানসহ বন্দি সংবাদিকদের মুক্তি দাবি নিউ ইয়র্কে

প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ষড়যন্ত্র মামলাকে কাল্পনিক অভিহিত করে এ অভিযোগে সদ্য গ্রেপ্তার হওয়া সাংবাদিক শফিক রেহমানসহ সব বন্দি সাংবাদিকের অবিলম্বে মুক্তি দাবি করেছে নিউ ইয়র্কের শফিক-শওকত-মাহমুদুর মুক্তি পরিষদ। বিএনপির রাজনৈতিক মতাদর্শের এসব সাংবাদিকদের অবিলম্বে নি:শর্তে মুক্তি না দিলে যুক্তরাষ্ট্রে থেকে আন্দোলন শুরু করা হবে বলে জানান বক্তারা। স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন বক্তারা।
সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদ এবং দৈনিক দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আটক রাখার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ক্ষমতাসীন সরকার নিজেদের অপকর্ম আর দুঃশাসন ঢেকে রাখার অভিপ্রায়ে সাহসী সাংবাদিকদের আটক করছে। শফিক রেহমানের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তাঁরা।
বক্তারা উল্লেখ করেন শফিক-শওকত-মাহমুদুরকে অবিলম্বে মুক্তি না দিলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশসহ মার্কিন কংগ্রেসসহ আন্তর্জাতিক সংস্থায় স্মারকলিপি প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবর রহমান মজুমদার। ‘শফিক-শওকত-মাহমুদুর মুক্তি পরিষদ’র আহ্বায়ক ও বিএনপি নেতা পারভেজ সাজ্জাদের সভাপতিত্বে এবং সদস্য-সচিব ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক মিনা ফারাহ, বিএনপির নেতা জাকির এইচ চৌধুরী, আবুল কাশেম, জামাল আহমেদ জনি, ফারুক মজুমদার প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন

ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন