শফিক রেহমানের জামিন বিষয়ে আদেশ ১৭ জুলাই
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের হাইকোর্টের জামিন খারিজ আদেশের বিরুদ্ধে আনা আবেদনের ওপর আদেশ দেওয়ার দিন ১৭ জুলাই।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ আজ শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন।
বার্তা সংস্থা বাসস জানায়, গত ২৫ মে শফিক রেহমানের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। শুনানি শেষে আবেদন খারিজ করে দেন আদালত। এ আদেশের বিরুদ্ধে আপিলে আবেদন করা হয়।
গত ১৬ এপ্রিল সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাড়ি থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়।
২০১১ সালে যুক্তরাজ্যে গিয়ে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টার ঘটনায় গত বছরের ৩ আগস্ট পল্টন থানায় দণ্ডবিধি আইনের ১২০-বি ধারায় এ মামলা করেন ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের পরিদর্শক মো. ফজলুর রহমান।
মামলার এজাহারে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন













