শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শমসের মবিন চৌধুরীর পদত্যাগের সম্ভাব্য ১০ কারণ!

হঠাৎ রাজনীতি থেকে অবসর ও দল থেকে পদত্যাগ করা সাবেক বিএনপি নেতা সমশের মবিন চৌধুরী বৃহস্পতিবার নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি হন। বুধবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়ে দল থেকে অবসরের সিদ্ধান্ত নেন। তিনি দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০০৮ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। রাজনীতি থেকে অবসর ও দল থেকে পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী বীরবিক্রম। কিন্তু এর বাইরেও আরো বেশ কয়েকটি কারণ রয়েছে তার। দলের প্রতি ক্ষোভ-হতাশা, সরকারের চাপ, রাজনৈতিক ও পারিবারিক চাপ, তারেক রহমানের ব্যবহার, জিয়াউর রহমানের আদর্শ থেকে দলের অবস্থানসহ সম্ভাব্য প্রায় ১০টি কারণ জানা গেছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ থেকে তার শারীরিক অসুস্থতাসহ সম্ভাব্য ১০টি কারণের মধ্যে- ১ শমসের মুবিন চৌধুরী চিঠিতে জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে অবসর ও দল থেকে পদত্যাগ করা। পরে তিনি সাংবাদিকদের বলেন, আমি যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা। শারীরিকভাবে রাজনীতি করার মতো অবস্থায় নেই। এ কারণে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। এখন থেকেই তা কার্যকর হবে। ২ তার পদত্যাগের নেপথ্যে সরকারের ভূমিকা রয়েছে বলে বিএনপির অনেকেই সন্দেহ করছেন। তাদের ধারণা, সর্বশেষ যখন তিনি গ্রেফতার হন, তখন সরকারের পক্ষ থেকে তাকে দল ছাড়তে চাপ দেয়া হয়। বিএনপি ভেঙে নতুন দলে যেতেও চাপ দেয়া হয়। কিন্তু বিএনপিতে থেকে এটা সম্ভব নয় জেনেই রাজনীতিকে বিদায় জানানো। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শমসের মবিন। ৩ অসুস্থ হলেও দেশের বাইরে চিকিৎসার জন্য পাসপোর্টের আবেদন করেও পাননি। শমসের মবিন বলেন, গত জুলাইয়ে এমআরপি নবায়নের জন্য আবেদন করেও এখন পর্যন্ত তা পাওয়া যায়নি। কেন পাসপোর্ট দেয়া হচ্ছে না তা নিয়ে তার ক্ষোভ। তার চোখের অবস্থা খুবই খারাপ। অস্ত্রোপচার করতে হবে। সরকারকে জিজ্ঞাসা করলেই তার উত্তর পাওয়া যাবে। ৪ পাঁচ জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে ও পরে আন্দোলন করে বিএনপি। এসময় দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাদের নামে অনেক মামলা হয়। এসব মামলার কয়েকটিতে শমসের মবিনকেও আসামি করা হয়। এ নিয়ে তিনি রাজনৈতিক ও পারিবারিকভাবে চাপে ছিলেন। মামলায় ৮ জানুয়ারি তিনি গ্রেফতারও হয়েছিলেন। ৫ প্রায় চার মাস কারাগারে ছিলেন তিনি। কারাগারে থাকাবস্থায় তার সঙ্গে দলের তেমন কেউ যোগাযোগ করেনি। তার পরিবারের খোঁজ নেয়নি কেউ বলে পরিবারের সদস্যদের অভিযোগ। তাদের কথা, বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না, তার নিশ্চয়তা নেই। যে দল বিপদে পাশে থাকে না, সেই দলের রাজনীতি করে কী হবে? ৬ কারাগার থেকে বের হওয়ার পরও দলের কেউ খোঁজ নেয়নি। দলের কারো সঙ্গে তিনিও যোগাযোগ করেননি। এসব নিয়ে তিনি মনোক্ষুন্ন ছিলেন তিনি। একদিন তারেক রহমান তার সঙ্গে নাকি ফোনে দুর্ব্যবহার করেন। তারেক রহমানের ব্যবহারে ক্ষুব্ধ ছিলেন শমসের মবিন। ৭ আন্তর্জাতিক সম্পর্কোন্নয়নের দায়িত্ব পালন করতেন শমসের মবিন। কূটনৈতিক সম্পর্ক রক্ষায় একটু পিছিয়ে থাকায় গত জানুয়ারি এ দায়িত্ব দেয়া হয় আব্দুল মঈন খানকে। এতে করে দলের সঙ্গে তার দূরত্ব বেড়ে যায়। ৮ শমসের মবিনের কথা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্ছিন্ন বিএনপি। এটিও একটি কারণ। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে চিন্তাধারা ও মূল্যবোধের ভিত্তিতে গঠনমূলক রাজনীতির কথা ভেবেছিলেন; বিএনপি সেখানে কতটুকু রয়েছে? এটা অনেকের মনে প্রশ্ন এবং আমার মনেও প্রশ্ন। রাজনীতির অবক্ষয় অবশ্যই বাংলাদেশে ঘটেছে। এটা কারো জন্য কাম্য নয়। ৯ দল থেকে তাকে না ডাকার অন্যতম একটি কারণ। অনেক সময় দলের নীতি-নির্ধারকদের কাছ থেকে মূল্যায়ন পাননি তিনি। ভবিষ্যতে দল পুনর্গঠন হলে দল থেকে বাদ পড়ার আশঙ্কাও ছিল তার। এতে তাকে হতাশ করেছিল। সিলেট জেলা ও মহানগর কমিটি গঠনের ক্ষেত্রে তার মতামতকে গুরুত্ব দেয়া হয়নি। ১০ বিদেশি দুই নাগরিক হত্যার ঘটনায় বিএনপি নেতাদের জড়ানোর বিষয়ে বিদেশি কূটনীতিকদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে শমসের মবিনকে বলেছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমস্যায় থাকা দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিদেশে থাকা ড. ওসমান ফারুক এবং দলের পক্ষে পররাষ্ট্র উইং দেখভাল করা অপর দুজন রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদের নানা সীমাবদ্ধতার কারণে শমসের মবিনকে দায়িত্ব পালনে সক্রিয় হতে বলেছিলেন খালেদা জিয়া। কিন্তু হঠাৎ দায়িত্ব পালনের বিষয়টি তিনি নিতে পারেননি তিনি এবং দলের প্রধানের কাছে সরাসরি অপারগতা প্রকাশ করতে পারেননি। এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল