শরণার্থী সংকট সমাধানে ২ মাস সময় আছে ইইউর
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে জানান, শরণার্থী সংকট সমাধানে ইইউর হাতে দুই মাসের বেশি সময় নেই। সংকট সমাধান না হলে শেনজেনভুক্ত ২৮ দেশে পাসপোর্টহীন গমনাগমনের সুবিধা বন্ধ হয়ে যাবে।
স্ট্রার্সবুর্গের ইউরোপীয় পার্লামেন্টে মঙ্গলবার টাস্ক বলেন, শরণার্থীর ব্যাপারে ব্রাসেলস ও জার্মানি ভেতরে ভেতরে হতাশ হচ্ছে। বৃহত্তম অর্থনীতির এই অঞ্চলটি অভিবাসীদের প্রধান গন্তব্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইইউ অভিবাসী সংকট সমাধানে অক্ষম বলে মনে হচ্ছে।
ইইউর নেতাদের সম্মেলনে সভাপতিত্ব করা টাস্ক বলেন, এই সমস্যা নিয়ন্ত্রণে আনতে দুই মাসের বেশি সময় আমাদের হাতে নেই। জাতিসংঘ বলছে, বিশ্বকে অবশ্যই সিরিয়ার শরণার্থীর বোঝা ভাগাভাগি করতে হবে।
তিনি আরো বলেন, ‘মার্চে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগ মুহূর্তে আমরা দেখতে চাই আমাদের কৌশল কাজ করছে কি না। যদি কৌশল কাজ না করে তবে আমরা শেনজেন ভিসা সুবিধা পতনের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হব।’
মার্চের ১৭-১৮ তারিখ অনুষ্ঠিতব্য সম্মেলনে শরণার্থী ও অভিবাসী সংকট প্রধান আলোচ্য বিষয় বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইতিমধ্যে শেনজেন ভিসা সিস্টেম সাময়িক স্থগিত করেছে ডেনমার্ক, জার্মানি ও সুইডেন। আর এর মধ্য দিয়ে দেশগুলো তাদের সীমান্তে অভিবাসী ও শরণার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন