শরীরিক গঠন নিয়ে লাঞ্চনার শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা

বলিউডের সেরা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলিপাড়া ছাড়িয়ে এখন পাড়ি জমিয়েছেন হলিউডে৷ দেশের সীমানা ছাড়িয়ে তাঁর খ্যাতি এখন আন্তর্জাতিক আঙ্গিনায়৷ সেই তাঁকেও লাঞ্চনার শিকার হতে হয়েছিল শারীরিক গঠন নিয়ে। হ্যাঁ, সম্প্রতি এমন কথাই শোনালেন প্রিয়ঙ্কা চোপড়া৷
সবে মাত্র মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন তিনি৷ অভিনয় শুরু করা হয়নি তখনো তার৷ অভিনয় করবেন ভেবেই দ্বারস্থ হয়েছিলেন এক প্রযোজকের৷ আর সেখানেই শরীর নিয়ে লজ্জায় পড়তে হয়েছিল প্রিয়াঙ্কাকে৷ অন্য কারও বিষয়ে তিনি নাক গলাতে না চাইলেও, তাঁর নিজের কেরিয়ারের বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁর নাক৷ বলা হয়েছিল, প্রিয়াঙ্কার শারীরিক গঠন নাকি বেশ বেখাপ্পা৷ আর নাকটাতো বটেই৷ সেটি নাকি মোটেও ভাল নয়, বেঢপ৷
সেদিন অবশ্য নাক নিয়ে মুষড়ে পড়েননি প্রিয়াঙ্কা৷ বরং নিজের ধারণায় স্থির ছিলেন৷ তাঁর বিশ্বাস ছিল নিজের অভিনয় ক্ষমতার প্রতি৷ বাকিটা তো ইতিহাস৷ আজ তাই তিনি বলতে পারেন, মেয়েরা কেমন দেখতে হবে তা নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারণা আছে৷ কিন্তু সেই ধারণাকে পাত্তা দেননি তিনি৷ নিজের অভিনয় ক্ষমতা দিয়েই নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন৷
আর তাই খ্যাতির শীর্ষে পৌঁছেও তিনি বলেন, ‘সেদিন প্রযোজকের কথা শুনেও নাক বদলাননি তিনি৷ এটাই তাঁর আসল নাক৷ আজ বলিউড থেকে হলিউড কোথাও কাজ করতে তাঁর কোনও অসুবিধা হচ্ছে না৷ এমনকী আজ তাঁর সৌন্দর্য নিয়েও কোনও প্রশ্ন উঠছে না৷ পুরো বিষয়টিই যে আপেক্ষিক আজ তা তিনি প্রমাণ করে দিয়েছেন৷’
।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন