শরীরের রোগ নির্ণয় করার সহজ উপায় মুখ দেখেই !
‘ফেস রিডিং’ এক্সপার্টরা মুখ দেখে আপনার সম্পর্কে গড়গড় করে অনেক কথাই বলে যেতে পারেন। শুধু ‘ব্যক্তি আপনি’ নন, আপনার শরীরের কোনও যন্ত্র খারাপ হয়েছে কি না, বা, আপনার শরীর ভালো যাচ্ছে কি না, তা-ও নাকি বলে দেওয়া যায় শুধু মুখ দেখেই।
চীনারা মনে করেন, আপনার মুখের বিশেষ একটা জায়গা (হতে পারে তা নাক, চোখের পাতা, কপাল), শরীরের অভ্যন্তরের নির্দিষ্ট কোনও অঙ্গের প্রতিনিধিত্ব করে। এবং, সেখানে ব্রণের আধিক্য দেখেই বোঝা যায়, আপনার শরীরে কী সমস্যা আছে।
আপনার শরীরের মধ্যে কোন সমস্যা তা বলে দেওয়া যায় আপনার মুখ দেখেই। আঁতকে উঠবেন না। আজব হলেও এমন ঘটনা সত্যি। যদি আপনার মুখ খুব বেশি ঘামে তাহলে বুঝতে হবে শরীরে হরমোনের ঘাটতি রয়েছে। এছাড়া আপনার ঠোঁট ও চোখ দেখে বলে দেওয়া যায় আপনি অ্যানিমিয়ায় ভুগছেন কিনা। এরকম নানা সমস্যা আপনার মুখ দেখেই বলে দেওয়া যায়। জেনে নিন, আপনার মুখ দেখে শরীরের কোন সমস্যা আপনি চিনতে পারছেন।
মুখমন্ডলে চুল : কিছু মহিলার মুখমন্ডল পশমে ঢাকা থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মুখে চুল থাকা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ। এর ফলে গর্ভধারণে সমস্যা ও পিরিয়ডের সমস্যা হয়।
ফাটা ঠোঁট : শরীরে জলের ঘাটতি হলে ঠোঁট ফাটার সমস্যা হয়।অনেক সময় থাইরয়েডের সমস্যা ও ওষুধে অ্যালার্জি হলেও ঠোঁট ফেটে যায়। ঠোঁট ফাটার সঙ্গে যদি মুখের ভিতর শুকিয়ে যাওয়া, ত্বক শুকিয়ে যাওয়া ও গাঁটে ব্যথার সমস্য়া হয় তাহলে বুঝবেন পেটের সমস্য়ায় ভুগছেন।
মুখ ঘামানো ঘাম হওয়া : এমনিতে শরীরে পক্ষে ভালো। তবে যদি আপনার মুখ খুব বেশি ঘামে তাহলে বুঝতে হবে শরীরে হরমোনের ঘাটতি রয়েছে। দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
কোঁচকানো চোখের তলা: মেয়েদের চোখের নিচের অংশ কুঁচকিয়ে থাকা অস্টিওপরোসিসের লক্ষণ। বয়সের অনেক আগে কোঁচকানো চোখের নিচ শরীরে ভিটামিন ডি-র অভাবকে প্রকট করে তোলে।
অনুজ্জ্বল ত্বক : যদি দেখেন আপনার ত্বক ততটা উজ্জ্বল নয়, তাহলে বুঝবেন রক্তচাপ কম রয়েছে আপনার।
ঠোঁটের রঙ: যদি দেখেন ঠোঁটের রঙ বদলাতে শুরু করেছে, তাহলে বুঝবেন অ্যানিমিয়ার সমস্যা হয়েছে।
গলা ও ঘাড়ের চামড়ার কালো রঙ: অনেক মেয়েই মুখ ফরসা হলেও গলা ও ঘাড়ের রঙ ততটা উজ্জ্বল না হওয়ায় হীনম্মন্যতায় ভোগেন। হরমোনের সমস্যায় এমন হয়ে থাকে। থাইরয়েডের সমস্যা হলেও এটা হয়। দেরি না করে চিকিৎসক দেখান।
ফোলা মুখ: ঘুম কম হলে মুখ ফুলে থাকে। এছাড়া কিডনির ও হার্টের সমস্যাতেও রক্ত পাম্প করতে না পারলে মুখ ফুলে যায়।
নাকের ডগায় বা চোখের তলায় ছোপ : চোখের তলায় বা নাকের ডগায় দানা দানা দেখলে বুঝবেন নানা সমস্যা হতে পারে শরীরে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, নানা জায়গার গাঁটে যন্ত্রণা, চামড়া, কিডনি, হার্ট, ফুসফুস ও মস্তিষ্কের নানা সমস্যা হতে পারে।শুকনো ত্বক ডায়বেটিস ও থাইরয়েডের সমস্যা হলে এমন হয়। দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন