শরীরে চাপাতির ৪০ টি কোপ নিয়ে মৃত্যুর সাথে লড়াই চলছে ৮ম শ্রেণির স্কুলছাত্রী সুলতানা
দিনাজপুরের স্কুল ছাত্রী জাকিয়া সুলতানা। বখাটে যুবকের চাপাতির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু যন্ত্রনায় ঢাকার পিলখানা বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন । সারা শরীরে রয়েছে চাপাতির ৪০টি কোপ। শরীরের সেলাই দেখে যেন মনে হবে জোড়া তালি দিয়ে তৈরী মানুষ এমনটি জানিয়েছেন তার বাবা। মেয়েকে সারিয়ে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন । মেয়ের চিকিৎসায় ফুরিয়ে এসেছে কষ্টার্জিত অর্থ। তবু মেয়েকে সম্পূর্ণ সুস্থ্য করে স্বাভাবিক অবস্থায় দেখতে চান তিনি ।
ঘটনার সূত্রপাত র্দীঘদিনের। সর্বশেষ ঘটনা ঘটেছে গত মাসে ৭ সেপ্টেম্বর। এদিন সকালে জাকিয়াদের বোচাগঞ্জের লেবার লাইন পাড়ার বাসায় ঢুকে প্রকাশ্যে জাকিয়াকে কুপিয়ে গুরুতর জমখ করে পালিয়ে যায় ইব্রাহিম চৌধুরী নামে এক বখাটে যুবক ।
আজ ১ নভেম্বর অনুষ্ঠিতব্য জেএসসি পরীক্ষা দেয়া হচ্ছেনা স্কুলছাত্রী জাকিয়া সুলতানা। বর্তমানে সে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাজধানীর পিলখানায় অবস্থিত বিজিবি হাসপাতালে।
এ ঘটনায় সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক সোলেমান শাহিন জানান, জাকিয়া সুলতানা (১৩) আমাদের স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। এবার জেএসসি পরীক্ষার্থী ছিল সে, কিন্তু পরীক্ষা দিতে পারছে না। আমরা উপজেলার ৮ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর্থিকভাবে চিকিৎসা সহায়তা দেয়ার জন্য কাজ করছি।
বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি বলেন, জিডির পরই পুলিশ ব্যবস্থা নিলে এ রকম ঘটনা ঘটতো না।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে জাকিয়াকে রাস্তা-ঘাটে উত্যক্ত করে আসছিল ইব্রাহিম। এক পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেয় ইব্রাহিম। এতে জাকিয়া রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে সে। এরই জের ধরে জাকিয়াদের বাড়িতে প্রবেশ করে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে আহত করেছে ইব্রাহিম। এসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যায় ইব্রাহিম।
বখাটে যুবক বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরশহরের মিলরোড ছটকুর মোড় এলাকার কফিলউদ্দীন ওরফে বাচ্চা চেয়ারম্যানের ছেলে। এ ঘটনার পর ওইদিন দুপুরেই পুলিশ তাকে আটক করেছে। বর্তমানে সে দিনাজপুর জেলা কারাগারে আছে।
এ ঘটনার পর এলাকাবাসী তাৎক্ষণিকভাবে গুরুত্বর আহত অবস্থায় জাকিয়াকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে বর্তমানে জাকিয়াকে ঢাকার পিলখানায় অবস্থিত বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাকিয়ার বাবা জমসেদ আলী জানান, দীর্ঘদিন ধরে বখাটে ইব্রাহিম চৌধুরী আমার মেয়েকে উত্যক্ত করে আসছিল। স্কুল যাওয়ার পথে প্রায় আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিত সে। বিষয়টি আমি ইব্রাহিম চৌধুরীর পরিবারকে জানাই। কিন্তু পরিবারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় ২০১৫ সালের ২৫ ডিসেম্বর বোচাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করি। কিন্তু কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।
এদিকে পুলিশকে জানানোর কারণে আরো ক্ষিপ্ত হয়ে উঠে ইব্রাহিম। তার উৎপাত আরো বেড়ে যাওয়ায় স্কুল যাওয়া বন্ধ করে দেয় জাকিয়া।
তিনি জানান, ২৫ ডিসেম্বর আসামির বিরুদ্ধে করা জিডি অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিলে আমার মেয়েকে হয়তো নৃশংসভাবে জখম হয়ে গুরুতর আহত হতে হতো না। শুধু তাই নয়, মামলার ক্ষেত্রে পুলিশ হয়রানি করেছে। হত্যা চেষ্টা মামলা না নিয়ে নারী নির্যাতন মামলা নিয়েছে। আমি মামলাটি বিশেষ বিবেচনায় নেয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বোচাগঞ্জ থানা পুলিশের ওসি মো. হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৭ সেপ্টেম্বরই বখাটে ইব্রাহিম চৌধুরীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ইতোপূর্বে স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করে সাধারণ ডায়েরি করা হয়েছে এ বিষয়টি আমার জানা নেই। তবে এখন পর্যন্ত চিকিৎসা ব্যবস্থাপত্র না পাওয়ায় চার্জশিট দেয়া সম্ভব হয়নি।
জাকিয়ার বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লেবার লাইন পাড়া এলাকায়। সে ওই এলাকার বিজিবি সদস্য মো. জমসেদ আলীর মেয়ে। তাদের স্থায়ী বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও গ্রামে হলেও তারা বোচাগঞ্জে ভাড়া বাসায় থাকে। সে সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমী মাধ্যমিক স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। তার বাবা জমসেদ আলী সাতক্ষীরা জেলায় বিজিবিতে কর্মরত।
এই সংক্রান্ত আরো সংবাদ
যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
আবু রায়হান মিকাঈল: কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়েবিস্তারিত পড়ুন
দিনাজপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
দিনাজপুরের খানসামায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবিস্তারিত পড়ুন
মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে
দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন