শরীর ভালো রাখার আরো ভালো উপায় বলছেন গবেষকরা
শরীরচর্চার সংজ্ঞাটাই বদলে যাচ্ছে দিন দিন। একটা সময় বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সেসাইজ বা যোগ ব্যায়ামটাই ছিল মোটামুটি শরীর ঠিক রাখার একটা মাধ্যম। কিন্তু যত দিন বাড়তে লাগলো, বিপনন দুনিয়ার সংজ্ঞা বদলাতে লাগল, ততই বদলে গেল শরীরচর্চার সংজ্ঞাও। এখন শরীর সচেতন কোনো মানুষ জিম ছাড়া কিছু ভাবতেই পারেন না। কিন্তু ইউরোপের গবেষকরা ইতিমধ্যে বাতলে দিয়েছেন যে, শরীর নিয়ে চিন্তিত হলে, শুধু জিম করে সময় নষ্ট করার আর কোনো মানেই হয় না।
তাহলে করতে হবেটা কী! ওই গবেষকদের মতে, শরীর সতেজ এবং সুন্দর ঝরঝরে রাখার জন্য বাগান করাটাই সবচেয়ে ভালো। বাগানে যদি আপনি বেশি সময় কাটান, তাহলে গায়ে রোদ লাগবে। সাধারণত জিম মানুষ বন্ধ ঘরের মধ্যেই করেন। কিন্তু শরীরচর্চার সময়, গায়ে সূর্যের আলো লাগাটাও জরুরি। দুই, জিমের থেকে বাগানে সময় কাটালে শরীরের পেশিগুলো অনেক বেশি নড়াচড়া করতে পারে। যা শরীরের পক্ষে ভালো। মনের পক্ষেও।
আরও একটা সুবিধার কথা গবেষকরা বলছেন। তাহলো, শুধু জিমে সময় কাটালে আপনার শরীর ভালো হবে। আর আপনি যদি বাগান পরিচর্যা করার কথা ভাবেন, তাহলে একইসঙ্গে আপনার শরীরও ভালো থাকবে। আর ভালো থাকবে গাছ। আমাকে আপনাকে এই পৃথিবীতে অনেক ভালো থাকতে গেলে যে, গাছের ভালো থাকাটাও জরুরি।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন