রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শরীয়তপুরে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ, নিহত ১! আহত ১৫

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইকবাল ফকির ওরফে মাইকেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

নিহত মাইকেল রাজনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন গাজী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাদন মিরবহরের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আজ শুক্রবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান জাকির গাজীর লোকজন দাদন মিরবহরের সমর্থক আন্ধার মানিক বাজারের ব্যবসায়ী দাদন মিরমালতের দোকানে হামলা করে। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রায় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে দাদন মীরবহরের সমর্থক ইকবাল ফকির ওরফে মাইকেল আহত হন। গুরুতর অবস্থায় রাত ৮টার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাইকেল রাজনগর ইউনিয়নের আমিন ফকিরের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এর আগে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাদন মীরবহর বলেন, “চেয়ারম্যান জাকির গাজীর লোকজন আমার লোকের ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমে হামলা করে। তাদের ছোড়া গুলিতে ইকবাল নিহত হয়েছে। ” এ ব্যাপারে কথা বলতে জাকির গাজীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক এহসানুল ইসলাম বলেন, “মাইকেল নামের এক যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। আমরা তাকে পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় একাধিক গুলির চিহ্ন ছিল। ”

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থতি শান্ত রয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ”

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ