শরীয়তপুরে ইউপি চেয়ারম্যানের হাত থেকে রক্ষা পেল না শিশু রাকিবও
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে শিশু রাকিব হোসেনকে (১২) নির্যাতন করা হয়েছে অভিযোগ উঠেছে।
গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। রাকিব জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারদিন ধরে ভর্তি রয়েছে। এ ঘটনায় রাকিবের পরিবার জাজিরা থানায় মামলা করেছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাকিব হোসেন তার বাবা আজিজ মাতব্বর একজন অন্ধ ও মানসিক রোগী আর মা অনেক আগেই ওরে রেখে চলে গেছেন।
বাবা মানসিক রোগী হওয়ায় তার সম্পত্তির ওপর নজর পড়েছে চেয়ারম্যানের। রাকিবের বাবা আজিজকে বিভিন্ন লোভ দেখিয়ে যতটুকু সম্পত্তি আছে তা হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছিলেন চেয়ারম্যান। এমনটাই অভিযোগ রাকিবের।
রাকিব বিষয়টি জানতে পারলে ওর বাবাকে সম্পত্তি দিতে না বলেন। তাই বিকেনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মজিবর গত শনিবার রাতে তার নিজ বাড়ির একটি কক্ষে রাকিবকে আকটকে রেখে নির্যাতন করেন।
নির্যাতনের কারণে শিশু রাকিব অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন রোববার সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রাকিবের পরিবার জাজিরা থানায় মামলা করেছেন।
এ বিষয়ে রাকিবের চাচা ইলিয়াস মাতব্বর বলেন, চেয়ারম্যানের জমির প্রতি অনেক লোভ। জমির জন্য ও সব কিছু করতে পারে। আমার ভাতিজা রাকিবকে এই সম্পত্তির জন্যই ওর রুমের ভেতর আটকে রেখে অমানবিক নির্যাতন করেছে।
বিকেনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মজিবর বিষয়টি অস্বীকার করে বলেন, রাকিব আমার ভাতিজা। ওর মা ওকে রেখে চলে যাওয়ার পরে আমিই লালন পালন করছি। উল্টা পাল্টা চলে। তাই তাকে মেরেছি। এ ঘটনার বিষয় নিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে ওরা। মামলায় আজ আদালতে হাজিরা দিয়েছি।
এ বিষয়ে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
শরীয়তপুরে মায়ের পরকীয়ায় বাধা দেওয়ায় মেয়েকে হ্যান্ডকাপ পরিয়ে নির্যাতন!
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মা রুমি আক্তার রুমার পরকীয়ায় বাধা দেয়ায়বিস্তারিত পড়ুন
নিখোঁজের ২০ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার !
শরীয়তপুরে নিখোঁজের ২০দিন পরে একটি ডোবা থেকে এক যুবকের লাশবিস্তারিত পড়ুন
শরীয়তপুরে একই পরিবারের পাঁচজনের মধ্যে চারজনই প্রতিবন্ধী; ভাতা পায়না কেউই !
শরীয়তপুর প্রতিনিধি: জেলার ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে এক পরিবারে চারজনবিস্তারিত পড়ুন