শরীয়তপুরে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন পরিষদে (ইউপি) বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও তাঁর দুই ভাইবোনের বাড়িতে হামলা করা হয়েছে। হামলাকারীরা ঘরের টেলিভিশন, ফ্রিজ ও আসবাবপত্র এবং ঘরের বাইরে থাকা নিরাপত্তা বাতি ও বিদ্যুতের মিটার ভাঙচুর করেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আওয়ামী লীগের প্রার্থী বলছেন, তাঁর কোনো সমর্থক হামলা করেনি।
ছয়গাঁও ইউপির বর্তমান চেয়ারম্যান ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান ভুট্টো মজুমদারের ভাই মঞ্জুরুল ইসলাম লিয়াকত মজুমদার জানান, আগামী ৩১ অক্টোবর ছয়গাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মীর মামুন, বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হাসান ভুট্টো মজুমদার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে লিটন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল বৃহস্পতিবার রাতে মীর মামুনের শতাধিক সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁর তিন ভাইবোনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কামরুল হাসান ভুট্টো মজুমদারের ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে টেলিভিশন, ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুর করে। অপর ভাই মাসুদ মজুমদার ও বোন ফেরদৌসী মজুমদারের ঘরসহ ছয়টি ঘর কুপিয়ে সব কিছু ভাঙচুর করে। হামলাকারী ঘরের বাইরে থাকা নিরাপত্তা বাতি ও বিদ্যুতের মিটার ভেঙে ফেলে। এতে সাত-আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ভেদরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান ভুট্টো মজুমদার বাড়িতে ছিলেন না। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মীর মামুন দাবি করেন, ‘আমার কোনো কর্মী-সমর্থক বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা করেনি। কে বা কারা হামলা করেছে আমার জানা নেই।’
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘ভাঙচুরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তবে বাড়িতে থাকা লোকজন বলতে পারেনি কারা ভেঙেছে। এখনো আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
শরীয়তপুরে মায়ের পরকীয়ায় বাধা দেওয়ায় মেয়েকে হ্যান্ডকাপ পরিয়ে নির্যাতন!
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মা রুমি আক্তার রুমার পরকীয়ায় বাধা দেয়ায়বিস্তারিত পড়ুন
নিখোঁজের ২০ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার !
শরীয়তপুরে নিখোঁজের ২০দিন পরে একটি ডোবা থেকে এক যুবকের লাশবিস্তারিত পড়ুন
শরীয়তপুরে একই পরিবারের পাঁচজনের মধ্যে চারজনই প্রতিবন্ধী; ভাতা পায়না কেউই !
শরীয়তপুর প্রতিনিধি: জেলার ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে এক পরিবারে চারজনবিস্তারিত পড়ুন