শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শরীয়তপুরে স্কুলছাত্রী অপহৃত

শরীয়তপুরে শাওলীন হাওলাদার (১১) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় সে।

এ ব্যাপারে শনিবার রাতেই পালং মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা।

অপহৃত শাওলীন শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও শরীয়তপুর পৌরসভার উত্তর মধ্যপাড়া গ্রামের সাবেক মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার আব্দুল জলিল হাওলাদারের মেয়ে।

রবিবার সকালে শাওলীনের পরিবার সাংবাদিকদের জানায়, শাওলীন প্রতিদিনের ন্যায় শনিবার সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। স্কুল ছুটি শেষে তার বান্ধবীরা বাড়ি ফিরলেও শাওলীন হাওলাদার এখনও বাড়ি ফেরেনি। মা পলি বেগম স্কুলের বান্ধবীদের সঙ্গে কথা বলে জানতে পারে সে স্কুলে যায়নি। পরে মা পলি আক্তার ও বাবা জলিল হাওলাদার স্কুলে ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজা খুঁজি করে না পেয়ে সদর পৌরসভার সাবেক ৭নং ওয়ার্ড কাউন্সিলর দক্ষিণ মধ্যপাড়া গ্রামের মরহুম আবুল সরদার ওরফে আবুর ছেলে পাভেল সরদারের বাড়িতে যায়। বাড়িতে কাউকে না পেয়ে পাভেলের মোবাইল নাম্বারে ফোন করলে বন্ধ পায়। পাভেল সরদার বিভিন্ন সময়ে শাওলীনকে উত্যক্ত করত বলে জানায় তার পরিবার।

নিখোঁজ শাওলীনের মা পলি বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে মাঝেমধ্যে সাবেক কাউন্সিলর আবুর ছেলে পাভেল সরদার উত্ত্যক্ত করতো। কিছুদিন আগে আমার বাড়ির সামনে পাভেল আমার মেয়েকে কু-প্রস্তাব দিলে আমার মেয়ে বাড়িতে এসে বলে ‘মা আমি আর স্কুলে যাব না’। ঘটনাটি যেনে আমি পাভেলের পরিবারকে জানাই। এর জের ধরেই পাভেল ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে অপহরণ করেছে।

নিখোঁজ শাওলীনের বাবা সাবেক মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার আ. জলিল হাওলাদার বলেন, আমার মেয়েকে জোরপূর্বক বখাটে পাভেল নিয়ে গেছে। এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি। কোথায় আছে আমার মেয়ে, কেমন আছে আমি জানি না। একদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও আমার মেয়ের সন্ধান দিতে পারেনি।

এদিকে, সদর পৌরসভার সাবেক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মরহুম আবুল সরদার ওরফে আবুর ছেলে অভিযুক্ত পাভেল সরদারের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, আমরা অভিযোগটি পাওয়ার পর থেকে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছি। কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি।

অপরদিকে, এই ঘটনার সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে ছাত্রীদের অভিভাবকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মেয়েদেরকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

শরীয়তপুরে মায়ের পরকীয়ায় বাধা দেওয়ায় মেয়েকে হ্যান্ডকাপ পরিয়ে নির্যাতন!

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মা রুমি আক্তার রুমার পরকীয়ায় বাধা দেয়ায়বিস্তারিত পড়ুন

প্রতিকী ছবি

নিখোঁজের ২০ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার !

শরীয়তপুরে নিখোঁজের ২০দিন পরে একটি ডোবা থেকে এক যুবকের লাশবিস্তারিত পড়ুন

শরীয়তপুরে একই পরিবারের পাঁচজনের মধ্যে চারজনই প্রতিবন্ধী; ভাতা পায়না কেউই !

শরীয়তপুর প্রতিনিধি: জেলার ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে এক পরিবারে চারজনবিস্তারিত পড়ুন

  • শরীয়তপুরে ইউপি চেয়ারম্যানের হাত থেকে রক্ষা পেল না শিশু রাকিবও
  • সৈয়দপুরে ‘স্মৃতি অম্লান’ ধুয়ে পরিষ্কার করল পাখি প্রেমী সংগঠন সেতুবন্ধনের সদস্যবৃন্দ।
  • শরীয়তপুরে ছেলের হাতে বাবা খুন
  • শরীয়তপু‌রে নকল করায় ৫ পরীক্ষার্থীকে বহিস্কার
  • শরীয়তপুরে স্কুলছাত্রীকে জোরপূর্বক গণধর্ষণ করে গ্রামের তিন বখাটে
  • বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে নেই শহীদ মিনার
  • পুত্রবধু ও ভাতিজার বউকে হত্যার দায়ে শ্বশুরের ফাঁসি
  • মামলা হলেও গ্রেপ্তার নেই : জেএসসি পরীক্ষার্থীদের ওপর হামলা !
  • মুঠোফোনের নম্বর না দেওয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে পেটাল বখাটেরা
  • পুলিশ মারধর: উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • পুলিশকে থাপ্পড়: ছাত্রলীগ নেতা বহিষ্কার, দুই মামলা
  • শরীয়তপুরের পাঁচটি ইউনিয়নে কাল ভোট