১৯টি ইউনিয়নে ইউপি নির্বাচন
শরীয়তপুরে ১৫টি আ. লীগ, ৩টিতে আ. লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী
আজ শনিবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে শরীয়তপুরের ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার ১৯টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৮টি ইউপির ফলাফল জানা গেছে। চেয়ারম্যান পদে ১৫টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
ভেদরগঞ্জ :
ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার, সখিপুর ইউনিয়নের আওয়ামী লীগের মোঃ কামরুজ্জামান মানিক সরদার, চরভাগা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান সিকদার, ডিএম খালি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মাস্টার জসিম উদ্দিন, আরশি নগরে নৌকা প্রতিকের প্রার্থী শামসুদ্দোহা রতন, উত্তর তারাবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ ইউনুস সরকার, চর সেন্সাস ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ জিতু মিয়া বেপারী, নারায়নপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন তালুকদার বিজয়ী হয়েছেন।
এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রামভদ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিপ্লব সিকদার ও চরকুমারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোজাম্মেল হক মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ও ছয়গাঁও ইউনিয়ন দুইটিতে আইনি জটিলতার কারণে নির্বাচন স্থগিত রয়েছে।
ডামুড্যা :
ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিন উদ্দিন ঢালী, সিধলকুড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জানে আলম খোকন, পূর্ব ডামুড্যা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাসুদ পারভেজ লিটন, দারুল আমান ইউনিয়নে আওয়ামী লীগের মোক্তার হোসেন খান, ধানকাটি ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক পিন্টু, সিড্যা ইউনিয়নে আওয়ামী লীগের আলাউদ্দিন আমিন, কনেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আনিছুর রহমান বাচ্চু মাদবর নির্বাচিত হয়েছেন।
গোসাইরহাট :
উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হাজী মোঃ মহসিন নির্বাচিত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন