শর্ত দিয়ে পৌর নির্বাচনে বিএনপি
শর্তসাপেক্ষে পৌর নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে বিএনপি।
আজ নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন একথা বলেন।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে তাঁর গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হয়। এতে জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, পৌর নির্বাচনে প্রত্যেক পৌরসভায় ২০ দলের একক প্রার্থী থাকবে। কোনো দল থেকে প্রার্থী মনোনীত হলে বাকি জোটভুক্ত বাকি দলগুলো তাকে সমর্থন জানাবে। শরিক দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা বিএনপির কাছে জমা দেবে। শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়িত হবে, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন জোটের এক নেতা।
বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ন্যাপের সভাপতি জেবেল রহমান ঘানি, জামায়াতের কর্ম পরিষদ সদস্য আবদুল হালিম, কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানসহ ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন