শহিদকে নিয়ে কারিনার রসিকতা

‘উড়তা পাঞ্জাব’ ছবির মাধ্যমে নয় বছর পর একসঙ্গে জুটি বেঁধেছেন কারিনা কাপুর খান ও শহিদ কাপুর। ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এক সময়ের প্রেমিক শহিদকে নিয়ে রসিকতা (ফান) করেছেন কারিনা।
গেল মাসে ‘উড়তা পাঞ্জাব’ ছবির ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন কারিনা ও শহিদ। অনুষ্ঠানে একে অপরের মধ্যে দুরত্ব বজায় রেখেছেন রাখলেও টের পাওয়া গেলো কারিনার রসিকতা।
শহিদ কাপুর ছবির অনুষ্ঠানে বলেন, ‘আমরা সবাই বাইরে ঘুরে ও উড়ে ছবির প্রচারনা করছি।’
এ কথার প্রেক্ষিতে কারিনা মজা বলেছেন, ‘ওহ, শহিদ, আপনি তো মদ ও সিগারেট কিছুই খান না, তবে কিভাবে উড়েছেন?’
তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০০৭ সালে সম্পর্কের ইতি টানেন শহিদ-কারিনা। একই বছরে ‘জব উই মেট’ ছবিতে তার সবশেষ পর্দায় হন। এরপর অভিনেতা সাইফ
আলি খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কারিনা। আর ২০১৫ সালে দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শহিদ। খুব শিগগিরই বাবা হতে যাচ্ছেন তিনি। মা হতে যাচ্ছেন কারিনা- এ সংবাদও আসতে পারে যে কোনো সময়…।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন