শহিদের পরিবারকে ৯ লক্ষ অনুদান অক্ষয় কুমারের

উরি হামলার পর থেকে শহিদ জওয়ান ও তাদের পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। এমনকি কাশ্মীরের বিএসএফ ক্যাম্পে গিয়ে ভারতীয় সেনার উদ্দেশে শ্রদ্ধাও জানিয়েছিলেন তিনি। ফের একবার শহিদের পরিবারের পাশে দাঁড়িয়ে নজির গড়লেন ‘খিলাড়ি’ কুমার। জঙ্গিদের হাতে শহিদ হওয়া তিন জওয়ানের পরিবারকে ৯ লক্ষ টাকা দিলেন তিনি।
গত সপ্তাহে অসমের তিনশুকিয়ায় উলফা জঙ্গিদের হাতে নিহত হন তিন বিএসএফ জওয়ান। তাঁদের মধ্যে একজন এনকে নরপত সিং। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী ও তিন সন্তান। তাঁর কথা অভিনেতার কানে পৌঁছতেই উদ্বিগ্ন হয়ে ওঠেন তিনি। সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি কথাও বলেছেন নিরপত সিং-এর স্ত্রী’র সঙ্গে। পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি, তাঁর অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকাও ট্রান্সফার করেন দেন তিনি।
যদিও কর্মসূত্রে প্রচণ্ড বভস্ত অক্ষয়। বিভিন্ন শহরে ঘুরতে হয় তবুও সবসময় সেনা বা পুলিশে থাকা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। ‘রুস্তম’ ছবির প্রচারে গিয়ে খিলাড়ি কুমার বলেছিলেন, একসময় সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু ডেস্টিনি তাঁকে অন্য দিকে নিবে গিয়েছে। তিনি অভিনেতা হয়েছেন। তবে তিনি আরও বলে থাকেন যে, সিলভার স্ক্রিনের মধ্যে দিয়েই তাঁর স্বপ্ন মিটিয়েছেন তিনি। বারবার দেশাত্মবোধক ছবিতে কাজ করাকেই বেছে নিয়েছেন তিনি। হলিডে ছবিতে একজন জওয়ানের ভূমিকায় অভিনয় করার পর, ‘বেবি’তে তাঁকে দেখা গিয়েছে এজেন্টের ভূমিকায়। এরপর রুস্তমে দেখা গিয়েছে নৌসেনার ভূমিকায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন