শহীদ কাদরীর দাফন সম্পন্ন
মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে একুশে পদকপ্রাপ্তদের জন্য নির্ধারিত স্থানে আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি প্রয়াত শহীদ কাদরীর দাফন সম্পন্ন করা হয়েছে।
বুধবার দুপুরে তার দাফন শেষ হয়।
এরআগে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
প্রসঙ্গত, সকাল ৮ টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শহীদ কাদরীর মরদেহ।
এরপর তার মরদেহ ভাইয়ের ক্যান্টনমেন্টের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেয়া হয় শহীদ মিনারে। সকাল সোয়া ১১ টা থেকে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানানোর পর ঢাবি মসজিদে নিয়ে যাওয়া হয় তার মরদেহ।
সেখানে বাদ জোহর তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীবিস্তারিত পড়ুন
অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২.৬৬%
সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতি ও মূল্যস্ফীতি উভয়ইবিস্তারিত পড়ুন
গবেষণা: দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে চান ৫৫% তরুণ
দেশের প্রায় ৪২% তরুণ বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন। তাদের মতে বেকারত্বেরবিস্তারিত পড়ুন