“শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে বইমেলা শুরু”

সুপ্রিয় চাকমা শুভ, রাঙামাটি প্রতিনিধি : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে রাঙামাটিতে ২১ শে ফেব্রুয়ারী পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী ১২ টা ১ মিনিটে শহীদদের প্রতি পুষ্পমাল্য প্রদানের মধ্যে দিয়ে শুরু হয় বিভিন্ন কর্মসূচী। বিকাল ৫ ঘটিকার সময়ে রাঙামাটি জেলা প্রশাসন পক্ষ থেকে জেলা প্রশাসক প্রাঙ্গণে আয়োজিত বইমেলা উদ্ভোধন ও রাঙামাটি শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মানজারুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ও রাঙামাটি পৌর মেয়র মো: আকবর হোসেন চৌধুরী।
রাঙামাটি জেলা প্রশাসক মো: মানজারুল মান্নান বলেন, ১৯৫২ সালে যারা মাতৃভাষার জন্য অক্লান্ত লড়াই করে শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও যারা এখনও আমাদের মাঝে মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। কেননা তাঁরা যদি মাতৃভাষার জন্য সংগ্রাম না করতেন তাহলে আজ আমরা মাতৃভাষা বাংলা দিয়ে কথা বলতে পারতাম না। বই হল জ্ঞানের প্রতীক। বই মানুষেন জ্ঞানকে বিকশিত করে। বই পড়ে হাজার শিক্ষার্থী ভবিষ্যৎ গড়ে তুলবে।
রাঙামাটি জেলা প্রশাসনের কর্তৃক বই মেলাতে মোট ২৬ টি স্থল অংশগ্রহণ করে। এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শিশুদের হাতে চিত্রাঙ্কনের পুরস্কার বিতরন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন