শাওমির সবচেয়ে দামি ফোন হতে পারে ‘মি নোট ২’
অপেক্ষাকৃত কম দামে দারুণ সব স্পেসিফিকেশনের স্মার্টফোন বাজারে এনে জনপ্রিয়তা পেয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। তবে শাওমি যে শুধু সুলভ মূল্যের ফোনই তৈরি করে ব্যাপারটা তেমন নয়। ফ্ল্যাগশিপ ফোনও রয়েছে শাওমির।
এবার শাওমি নিয়ে আসতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন ‘মি নোট ২’। আগামী ২৫ অক্টোবর চীনে এক অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টফোনটি উন্মুক্ত করা হবে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ফোনটি সম্পর্কে শাওমির প্রধান নির্বাহী লেই জুন বলেছেন, ‘চমক থাকছে ফোনটিতে’। এরই মধ্যে ফোনটির কিছু তথ্য ফাঁস হয়েছে অনলাইনে। এতে জানা গেছে মি নোট ২ ফোনটির দাম হতে পারে পাঁচ হাজার ৬৯৯ চীনা ইয়েন। বাংলাদেশি টাকায় যা প্রায় ৬৭ হাজার টাকার মতো।
ফাঁস হওয়া তথ্যে আরো বলা হয়েছে, আগামী ১ নভেম্বর থেকে চীনের বাজারে ফোনটির বিক্রি শুরু হবে। এ ছাড়া ফোনটির স্পেসিফিকেশন বিষয়ে কিছু তথ্য জানা গেছে। ফোনটিতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর ও ৬ জিবি র্যাম। স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে ১২৮ জিবি।
ফোনটিতে থাকতে পারে কিউএইচডি স্ক্রিন। এ ছাড়া ৪ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ফুল এইচডি ডিসপ্লের আরেকটি সংস্করণ বাজারে ছাড়া হতে পারে। ফোনটিতে আরো থাকতে পারে ২১ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৩৬০০ এমএএইচ ব্যাটারি।
২০১১ সালের আগস্টে শাওমির প্রথম স্মার্টফোন বাজারে ছাড়া হয়। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটিতে বর্তমানে আট হাজার কর্মী রয়েছেন। চীন ছাড়াও ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ব্রাজিলে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন