মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাকিবের পর কে রাজত্ব করবেন ঢালিউডে?

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার নামের আগে ‘সুপারস্টার’ শব্দটি লেগে গেছে বহু আগেই। তার নামে ‘নাম্বার ওয়ান শাকিব খান’ নামেও একটি সিনেমা নির্মিত হয়েছে।

যা বাংলাদেশের অন্য কোনো নায়কের নামে এভাবে সিনেমা নির্মাণ করা হয়নি। এ সিনেমার নায়কও আবার তিনি নিজে। বলতে গেলে একাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে শাসন করে চলেছেন তিনি। ১৯৯৬ সালে তিনি চলচ্চিত্রে এলেও এই অঙ্গনে তার প্রতিষ্ঠা পেতে লেগেছে প্রায় এক দশক।

২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ ছবিটি দিয়ে লাইম লাইটে চলে আসেন শাকিব। এই ছবির অভাবনীয় সাফল্যের পর ঢালিউডে চলতে থাকে তার একচ্ছত্র আধিপত্য। তবে গত কয়েক বছর ধরে নানা কারণে তার ক্যারিয়ারে কিছুটা ভাটার টান শুরু হয়। নিজেকে টিকিয়ে রাখতে যৌথ আয়োজনের ছবি এবং কলকাতার একক ছবির প্রতিও ঝুঁকে পড়েন এই নায়ক।

সম্প্রতি তার গোপন বিয়ে আর সন্তানের খবর ফাঁস হলে তার ক্যারিয়ার আবারও হুমকির মুখে পড়ে। এই অবস্থায় চলচ্চিত্রকার আর দর্শক এখন হিসাব কষছেন শাকিবের পর কে রাজত্ব করবেন ঢালিউডে। চলচ্চিত্রকার ও দর্শকের মুখে ঘুরেফিরে তিনটি নামই এখন আসছে। আর তারা হলেন আরিফিন শুভ, সায়মন ও বাপ্পি।

আরিফিন শুভ ২০০৭ সালে মডেলিং দিয়ে যাত্রা শুরু করে পরবর্তীতে টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। পরবর্তীতে সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করে চলচ্চিত্রে আগমন করেন এবং শীর্ষ নায়কদের একজন হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

ইতিমধ্যে বড় ব্যানারের কয়েকটি ছবিতে কাজ করেছেন আরিফিন শুভ। এরমধ্যে উল্লেখযোগ্য হলো— তারকাঁটা, মুসাফির, কিস্তিমাত, নিয়তি, ধ্যাততেরিকা ইত্যাদি। ছবিগুলো দিয়ে উল্লেখ করার মতো সাড়া জাগাতে না পারলেও দর্শক আর নির্মাতা তাকে নিয়ে হতাশ নন। তাদের কথায় ভালো নির্মাতার হাতে পড়লে শাকিব খানের শূন্যতা পূর্ণ করতে পারবেন তিনি।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান বলেন, নায়ক হওয়ার জন্য যেসব গুণ আর বৈশিষ্ট্য থাকা দরকার শুভর মধ্যে তার প্রায় পুরোটাই আছে। এখন দরকার অভিনয়ের প্রতি তার একাগ্রতা।

নির্মাতা জাকির হোসেন রাজুর আবিস্কার সায়মন। ‘জী হুজুর’ সিনেমা দিয়ে সায়মনের যাত্রা শুরু। প্রথম সিনেমা থেকে শুরু করে অদ্যাবধি তিনি ভালো গল্পের ছবিতে অভিনয় করে যাচ্ছেন। এ পর্যন্ত বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন তিনি। কয়েকটি সিনেমা হিট হয়েছে। এসব সিনেমার মধ্যে রয়েছে ‘পোড়ামন, ব্লু্যাকমানি ও অন্যান্য। নির্মাতা-দর্শকের মতে ঢালিউডের শীর্ষে আসতে অভিনয়ের প্রতি তাকে আরও মনোযোগী হতে হবে।

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ বলেন, ঢালিউডে প্রতিষ্ঠা পেতে সায়মনকে অভিনয়ের প্রতি যত্নবান আর এ নিয়ে বিস্তর পড়াশোনা করতে হবে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ২০১২ সালে ‘ভালোবাসার রং’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর। শুরুতে শুধুমাত্র একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে এই নায়ককে দেখা গেলেও এখন নিয়মিত কাজ করছেন অন্যান্য প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিগুলোতে। তবে এখনও কাঙ্ক্ষিত সাফল্যের নাগাল পাননি তিনি।

প্রখ্যাত নির্মাতা মতিন রহমানের কথায় ‘ক্যারিয়ারের শুরু থেকে নিজের লক্ষ্য ঠিক রাখতে না পারলে বড় পর্দায় নিজেকে দাঁড় করানো কঠিন হয়ে পড়ে। বাপ্পীর এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখা দরকার ছিল। তবে তার সময় এখনো ফুরিয়ে যায়নি। বুঝেশুনে কাজ করলে হয়তো ঢালিউডে নিজের সেরা আসনটি তৈরি করে নিতে পারবে সে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে

চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম

২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন

  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প