শাকিবের প্রশংসায় পঞ্চমুখ মুনমুন

একসময়ে ঢালিউডের আলোচিত নায়িকা মুনমুন আবারও চলচ্চিত্রে ফিরেছেন। মাঝে বিরতির বেশ কয়েকটি বছর কেটে গেছে। গত বছর থেকে আবারও কাজ শুরুর পর এরই মধ্যে ‘কাঁসার থালায় রুপালি চাদ’, ‘মেঘ কন্যা’, ‘দুই রাজকন্যা’ সহ বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন। আরো কিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অভিনয়কে গুরুত্ব দিয়ে প্রসঙ্গ টেনেছেন শাকিব খানের, ‘কাজের প্রতি ভালোবাসার কারণেই শাকিব খান নিজের অবস্থান তৈরি করে নিতে পেরেছেন।’
নায়ক শাকিবের প্রশংসা করে নায়িকা মুনমুন বলেন, ‘শাকিব প্রথম থেকেই অভিনয়সচেতন ছিল। একটা সিকোয়েন্স যতক্ষণ নিজের কাছে ভালো না মনে হতো, ততক্ষণ শট দিয়ে যেত। আমরা তখন নতুন শিল্পী হিসেবে তার কাছে অনেক কিছুই শিখেছি, অনুপ্রেরণা পেয়েছি। সে সব সময়ই বলত যে সে একসময় বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষে অবস্থান করবে। শুধু যে মুখে বলত তা কিন্তু না, এক নম্বর নায়ক হওয়ার সব গুণ তখন থেকেই তার ছিল। আমরা দেখেছি শাকিব খান কীভাবে বাংলাদেশের এক নম্বর নায়ক হয়ে উঠেছেন।’
নতুন যে শিল্পীরা কাজ করছেন তাঁদের বিষয়ে মুনমুন বলেন, ‘আমার মনে হয়েছে এখন যাঁরা কাজ করছেন তাঁদের আসলে নিজেকে যোগ্য করে তোলার দিকে নজর কম। একের পর এক কাজ করে যাচ্ছেন কিন্তু ভালো কিছু করতে পারছেন না, দর্শকদের কাছেও নিজের অবস্থান তৈরি করতে পারছেন না। আমি মনে করি এ জন্য নিজের অভিনয়কে গুরুত্ব দেওয়া উচিত, কারণ দর্শক সুন্দর একটা ছবি দেখতে হলে যায়। সেখানে একটা গল্প দেখানো হয়, যা দর্শকদের কাছে উপস্থাপন করেন শিল্পীরা, কিন্তু সেই অভিনয় যদি ভালো না হয়, দেখে যদি মনে হয় তাঁরা কেবলই অভিনয় করছেন, তা হলে দর্শক হলে আসবে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন