শাকিবের ‘বাড়ি’ নির্মিত হচ্ছে বিএফডিসিতে
বিএফডিসিতে বাড়ি নির্মাণ করছেন পরিচালক বুলবুল বিশ্বাস। তবে এই বাড়ি আসল বাড়ি নয়, সিনেমার জন্য সেট। এই ক্ষণস্থায়ী বাড়িটি বানানো হচ্ছে নায়ক শাকিব খানের জন্য। চলচ্চিত্রে দেখা যাবে এই বাড়িটি শাকিব খানের। আগামী ২৬ অক্টোবরের মধ্যে এই বাড়ি তৈরির কাজ শেষ করতে চান পরিচালক, কারণ ২৭ তারিখ থেকে শুরু হবে ছবির শুটিং। ছবির নাম ‘রাজনীতি’। বাড়িটি নির্মাণ করা হচ্ছে বিএফডিসির মুক্তিযোদ্ধা জসিম ফ্লোরে।
এ বিষয়ে পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘শাকিব খানের বাড়িটি নির্মাণ করতে হচ্ছে কারণ আমার গল্পের জন্য যে ধরনের বাড়ি দরকার, আশপাশে এমন বাড়ি খুঁজে পাচ্ছি না। যে এক-দুইটা বাড়িতে শুটিং করা যেত, সেগুলোতে অনেক বেশি শুটিং হয়েছে, দর্শকও বারবার দেখেছেন, যে কারণে আলাদা লুক দিতে চাইলে বাড়ি বানানো ছাড়া আর কোনো উপায় নাই। ২৭ তারিখ থেকে শাকিব খানের বাড়ির অংশের শুটিং শুরু করব। টানা কাজটি শেষ করতে চাই। ছয়দিনের মতো শুটিং করতে পারলে শাকিবের বাড়ির অংশটা শেষ হয়ে যাবে। পরের শুটিংয়ের তারিখ এখনই বলতে পারছি না।’
ছবির কাহিনী সাজানো হয়েছে দেশের বর্তমান রাজনীতি নিয়ে। এতে শাকিব খান ও জায়েদ খান দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন। আর নায়িকা চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। এ ছাড়া এ ছবিতে আরো অভিনয় করছেন আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ। ছবিটির গান করছেন ফুয়াদ ও অদিত।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন