শাকিবের সঙ্গে অভিনয় করার মত যোগ্যতা আমার এখনও হয়ে ওঠেনি: মাহি
পরিচালক অনন্য মামুনের ‘ময়না’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হালের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের উপস্থিতিতে নতুন এ ছবির চুক্তিপত্রে সই করেন মাহি। ছবিটি ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত হবে। তবে এ ছবির হিরো কে হবেন তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি।
শোনা গেছে ‘ময়না’ ছবিতে কলকাতার কোন এক নায়ক থাকতে পারে। সম্ভাব্য নামের তালিকায় আছেন কলকাতার জনপ্রিয় তিন নায়ক দেব, সোহম, ওম।
দেশের নায়ক বাদ দিয়ে বিদেশী শিল্পী কেন সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মাহি বলেন, “ছবির গল্প নির্ধারণ করে ছবিতে কাকে নেয়া উচিৎ। আর এ বিষয় পরিচালক ভালো বলতে পারবে ছবিতে দেশি নায়ক নেয়া উচিৎ নাকি বিদেশী নায়ক। তবে ভালো একটি গল্প নিয়ে কাজ হচ্ছে। আশা করছি ভালো কিছু হবে।”
বাংলাদেশি কোন নায়ককে পছন্দ করতে বললে আপনি কাকে সিলেক্ট করবেন প্রশ্নের উত্তরে মাহি বলেন, “অবশ্যই প্রথমে বলবো বাপ্পির নাম। কারণ প্রথমত ও আমার খুব ভালো বন্ধু। বাপ্পির সাথে আমার অনেক কাজ হয়েছে। আর পরিচালক ভালো বুঝবে গল্প অনুযায়ী কাকে নেয়া যায়।”
শাকিব খান কেন নয় এমন প্রশ্নে মাহি বলেন, “শাকিব খান অনেক উঁচু মাপের অভিনেতা। আমি মনে করি ওনার বিপরীতে কোন ছবিতে অভিনয় করার মত যোগ্যতা আমার এখনও হয়ে ওঠেনি। কাজ করতে থাকি। এখনো অনেক কিছু জানার আছে। ভবিষ্যতে হয়তো করা হবে।”
এ বিষয়ে পরিচালক মামুন বলেন, “ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী। এখনি কিছু বলতে চাই না। শুধু এতোটুকু বলবো গল্প অসাধারণ। দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত ছবিটি দেখবে। আশা করছি খুব ভালো কিছু নিয়ে আসছি। সবার ভালো লাগবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













