সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাকিবের ‘হৃদরোগ’ নয় ‘হৃদয়’ রোগ হয়েছে!

উৎকণ্ঠা, কত গল্প, লাখো মানুষের মনের ভেতর অনুরণিত হতে থাকা নানান কথা…! ১৩ এপ্রিল দুপুরের পর কত-কিছুরই দিক যে পাল্টে গেল! কেউ কি জানত, এভাবেই বদলে যাবে সময়গুলো? ১২টা ৫০ মিনিটের দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে যান শাকিব খান। শারীরিক অবস্থা দেখার পর চিকিৎসক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে ভর্তি হন।

এরপর বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করার পর দেখেন শাকিবের গ্যাসে সমস্যা হয়েছে। কিন্তু এরমধ্যেই গুজব রটে যায় শাকিবের হার্টে সমস্যা দেখা দিয়েছে! কারণ তিনি তো কার্ডিয়াক বিভাগের একটি কেবিনে ভর্তি। যে কারণে দিনভর এ গুঞ্জনই ডালপালা মেলেছিল। মুখরোচক নানান কথাও শোনা গিয়েছিল!

তবে শাকিবের শারিরিক অবস্থা বোঝার জন্য কিছুক্ষন পর পর ডাক্তাররা এসে তাকে পরীক্ষা-নিরিক্ষা করে যাচ্ছেন। রাত আটটার কিছুটা পর কেবিনে আসেন ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী। রিপোর্ট দেখে নানান মন্তব্য করছেন। তবে সবগুলোই ইতিবাচক-আর কথা প্রসঙ্গেই হেসে বলে উঠলেন, ‘শাকিবের ‘হৃদরোগ’ নয় ‘হৃদয়’ রোগ হয়েছে!’ তিনিও বিষয়টি নিয়ে শাকিবের সঙ্গে দুষ্টমি করেন। কারণ তিনিও এ বিষয়টি নিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে ফোন কল পেয়েছেন।

একথা শোনার পর পরই কেবিনে উপস্থিত সকলের মধ্যে হাসির রোল পড়ে যায়। সে সময় চিকিৎসক জানান, ‘শাকিবকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কয়েকটা দিন ঠিকমতো জীবনযাপন করলেই শাকিব সুস্থ হয়ে যাবেন। গত কয়েক দিনে তার ওপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে, তাতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তা ছাড়া শাকিবের আগে থেকে লিভারের সমস্যা ছিল। সেদিকে কোন সমস্যা নেই। তবে তাকে অনিয়ম ও দু:চিন্তা করা যাবে না।’

তবে রাতেই শাকিবকে পাশের ভবনের অন্য আরেকটি কেবিনে পাঠিয়ে দেওয়া হয়। কেবিন না থাকার কারণে তাকে কার্ডিয়াক বিভাগের একটি কেবিনে রাখা হয়েছিল।

এদিকে গত ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে অপু বিশ্বাস সরাসরি সন্তানসহ উপস্থিত হয়ে জানিয়েছিলেন ২০০৮ সালের ১৮ এপ্রিল তাদের (শাকিব-অপু) বিয়ে হয়। এরপর তাদের সন্তানও (আব্রাহাম খান জয়) হয়, বয়স এখন ছয় মাস। তবে ক্যারিয়ারের কারণেই বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল। আর এ বিষয়টি নিয়ে চলে তুমুল আলোচনা ও সমালোচনা।

এ ঘটনার ফলে মানসিক ও শারীরিক চাপে ছিলেন শাকিব খান। এছাড়া আজ (১৪ এপ্রিল) বিকেলের পর পরই হাসপাতাল ছাড়ার কথা রয়েছে শাকিবের, ডাক্তারের সবুজ সংকেত পেলেই তিনি বাড়ি ফিরবেন। আর সন্ধ্যা ছয়টায় গুলশান ২ এর টপকাপি রেস্ট্রুরেন্টে ‘রংবাজ’ নামে একটি সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এটি পরিচালনা করবেন শামিম আহমেদ রনি।

এদিকে ১৩ এপ্রিল বিকেলে বোরকা পরে শাকিব খানকে হাসপাতালে দেখতে যান অপু বিশ্বাস। মিনিট দশেক স্বামীর পাশে ছিলেন। তবে এর আগে শাকিব-অপুর মধ্যে চলতে থাকা টানাপোড়েনের পর গত বুধবার রাতেই অপুর গুলশানের নিকেতনের বাসায় যান শাকিব খান। সেখানে তাঁরা নিজেদের প্রায় আড়াই ঘণ্টা নানান বিষয়ে কথাও হয়। এদিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর শাকিব-অপুর প্রথম সন্তান আব্রাহামের জন্ম হয়। ভারতের একটি ক্লিনিকে তাঁদের এই সন্তানের জন্ম হয়েছে। -প্রিয়

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন