সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাকিব খানের নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন নায়িকা শাবনূর

কয়েকদিন আগে শাকিবকে ১৮ সংগঠনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার বিষয়টি সম্পর্কে অভিমত প্রসঙ্গে কথাগুলো বলেন ঢালিউডের ব্যবসাসফল ছবির জনপ্রিয় মুখ শাবনূর। সম্প্রতি এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শাকিবের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি অনেক বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, ‘শাকিবকে নিয়ে যা ঘটছে তা একেবারেই কাম্য না। আমি পুরো বিষয়টি জানি না। তবে যেটুকু শুনেছি তাতে বলতে চাই যে, শাকিবকে নিষিদ্ধ ঘোষণা করার দরকার নেই। শাকিব তো বসে নেই, টানা কাজ করছে। এত বছর কাজ করে একজন শিল্পীর এটা প্রাপ্য না। এটুকু সম্মান তাকে দেয়া উচিত। কাজ করতে গিয়ে একটা মানুষের ভুল-ত্রুটি হতেই পারে। সিনিয়র যারা আছেন তাদের সঙ্গে বসে এসব ঠিকঠাক করে নেয়া উচিত। ‘

কারণ, একজন শিল্পীর মুখ আরেকজন শিল্পীকে দিন শেষে দেখতেই হবে। রেষারেষি করে লাভ নেই। আমরা আর্টিস্ট সব এক। কোথাও বেড়াতে যাই বা পিকনিকে যাই সেখানে গিয়ে একে অন্যের মুখোমুখি হতেই হবে। তাই যে ভালো কাজ করে তাকে না টেনে উৎসাহ দেয়া উচিত। আমার মনে হয়, আল্লাহ যাকে ওঠায় তাকে কেউই চাইলেও নামাতে পারে না। ’

তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রিতে শাকিব জনপ্রিয় নায়ক। তার সিনিয়র অনেকে ইন্ডাস্ট্রিতে এখনো আছে। তাদের কাছে গিয়ে শাকিব সুন্দরভাবে কথা বললে সবাই খুশি হবে। অনেক বছর শাকিব কাজ করেছে, সে নিজেও এখন সিনিয়র শিল্পী। অন্যদিকে, পরিচালক ও প্রযোজকরা অনেক সিনিয়র। তাদের সঙ্গে বসে যে কোনো বিষয় ঠিক করে নিতে পারবে। কারণ, প্রযোজক, পরিচালক ও শিল্পী সবাই মিলেই একটা টিম ওয়ার্ক। আমি অনেক বছর কাজ করেছি। পাবলিক ভালোবাসে বলেই আমি শাবনূর হতে পেরেছি। এখানে দর্শকেরও বিরাট অবদান আছে। শাকিব একটা ভালো পজিশনে আছে। তাকে কেউই ঘৃণা করেনা। দর্শকও তাকে খুব পছন্দ করে। আমি চাই এই সমস্যার দ্রুত অবসান হোক।

এ বিষয়ে শাবনূর বলেন, যৌথ প্রযোজনার ছবি নির্মাণ হলে ক্ষতি নেই । বর্তমানে কি হচ্ছে তার সবটুকু আমি জানি না। তবে এটুকু বলতে পারি যে, যৌথ প্রযোজনার ছবি হলে সমস্যা নেই। বছরে ২-৩টা ছবি শাকিব খান করলে সমস্যা নেই। বাকি সময় ইন্ডাস্ট্রিতে অন্য প্রযোজক-পরিচালকদের সময় দিতে হবে। আর জাজ মাল্টিমিডিয়া যদি বছরে ১০টা ছবিতে শাকিবকে নেয়। তখন কি শাকিব নিষেধ করতে পারবে? আসলে শিল্পী কাউকে নিষেধ করতে পারে না। এসব প্রযোজকের বিষয়। পরিচালকও চাইলে তা পারে না। ভালো ছবি দর্শকরা দেখছে। যৌথ প্রযোজনার পাশাপাশি আমাদের দেশীয় প্রোডাকশনেও ভালো ছবি বেশি প্রয়োজন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন