শাকিব খানের পাশে আছে অমিত হাসান

একসঙ্গে বহু বছর ধরে সিনেমায় কাজ করে যাচ্ছেন অমিত হাসান ও শাকিব খান। কাজের কারণে তাঁরা দুজন ভালো বন্ধু। চলচ্চিত্র শিল্পী নির্বাচন শেষে ভোট গণনার রাতে এফডিসিতে শাকিব খানের লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিচার দাবি করেছেন অমিত হাসান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন এই নায়ক।
শাকিব খানের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে অমিত হাসান বলেন, ‘নির্বাচন কোনো বিষয় নয়। এতে হারজিত থাকবেই। শিল্পীরা আমাকে ভোট দেননি তাই আমি পাস করিনি। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু শুক্রবার রাতে সুপারস্টার শাকিব খানের ওপর যে হামলা চালানো হয়েছিল, তা নিয়ে চুপ করে থাকা যায় না।’
অমিত বলেন, ‘শাকিব খান এমন একজন সুপারস্টার, যে এদেশের চলচ্চিত্রশিল্পের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাঁর সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। শুধু শাকিব নন, কোনো শিল্পীর সঙ্গে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। শিল্পীদের সবার উচিত, এফডিসিতে হামলাকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি করা।’
শাকিব খানের ওপর হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অমিত বলেন, ‘শুনেছি, সেদিন রাতের সব ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কারা হামলাকারী, তাদের অনেককেই শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে অনেকে নতুন ভোটার, আবার অনেকে বহিরাগত।’
গত শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-২০১৮ মেয়াদের নির্বাচন হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন