শাকিব খানের ভক্ত সব্যসাচী চক্রবর্তী!

ভারতের বাংলা ছবির প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ভক্ত। একদম ভুল শুনছেন না, সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে তেমনটিই বলেছেন সব্যসাচী চক্রবর্তী। আজ ১৪ আগস্ট সোমবার সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে এসেছে এই ভিডিও সাক্ষাৎকারটি। এখানে বলা হয়, ‘শাকিব খানের ফ্যান ফেলুদা।’
ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সব্যসাচী চক্রবর্তী বলেন, ‘শাকিব ভীষণ ভাল ছেলে। আমি এর আগে শাকিবের কথা শুনেছি কিন্তু কোনোদিন ওর সঙ্গে আলাপ হয়নি। আমরা প্রথম দেখা করি শিকারী ছবিটির সময়। এত ভালো ছেলেটা, এত ভালো ব্যবহার এবং হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার অব বাংলাদেশ। কিন্তু আমাদের সঙ্গে তার ব্যবহার দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। তাই আমি ওর খুব বড় ফ্যান হয়ে গেছি।’
সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন সব্যসাচী চক্রবর্তী। অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ চরিত্রে। জানা গেছে, ‘ফেলুদা’ নিয়ে তৈরি ১৬টি কাহিনিচিত্রে অভিনয় করেছেন তিনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ চরিত্রেও অভিনয় করেছেন। এছাড়া অভিনয় করেছেন ভারতীয় বাংলা, হিন্দি ও ইংরেজি ছবিতে।
এদিকে চলচ্চিত্র পরিবারের সাথে শাকিব খানের টানাপোড়েন এখনো চলছে। বহাল রয়েছে নিষেধাজ্ঞা। চলছে বর্জন। উচ্চ আদালতের রায় নিয়ে ‘আমি নেতা হব’ চলচ্চিত্রের শুটিং করছেন শাকিব খান। কিন্তু যারা তার সঙ্গে কাজ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চলচ্চিত্র পরিবারের একটি সূত্র জানিয়েছে, শাকিব খান তার আচরণ ও মন্তব্যের জন্য ‘দুঃখপ্রকাশ’ করলেই সব সমস্যার সমাধান হবে। কিন্তু শাকিব খান কী চান? এখন সব কিছু নির্ভর করছে তার সিদ্ধান্তের উপর।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন