শাকিব খান অসুস্থ, ল্যাব এইড হাসপাতালে

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ‘অসুস্থ’। তিনি রাজধানীর ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাকিব খান ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগে যান। তাঁর সঙ্গে একজন নিকট আত্মীয় রয়েছেন। তিনি জানান, শাকিব খান বুকে ও ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন। তাই তাঁকে হাসপাতালে আনা হয়েছে।
শাকিব খান তাঁর যেকোন চিকিৎসা ল্যাব এইড হাসপাতালেই করিয়ে থাকেন বলে জানান ওই আত্মীয় জানান।
ল্যাব এইড হাসপাতালের কাস্টমার কেয়ারের সাহারা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাকিব খান অসুস্থ হয়ে জরুরি বিভাগে এসেছেন। এখনো ভর্তি হননি।
এই মুহূর্তে শাকিব খানের ইসিজি করা হচ্ছে।
এর আগে গত সোমবার (১০ এপ্রিল) বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪-এর সরাসরি অনুষ্ঠানে অপু বলেন, ‘শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের সময় আমার নাম পরিবর্তন করা হয়েছিল। আমার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান। বিয়ের সময় শাকিবের ভাই ও একজন প্রযোজক উপস্থিত ছিলেন। তাঁর কারণেই বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল।’
অপু বিশ্বাস বলেন, ‘আমি কাল থেকে আজ পর্যন্ত একটা কথাই বলব। আমার সন্তানের স্বীকৃতি, আমার স্বীকৃতি পেয়ে গেছি এবং দশজন মানুষের কাছে আমি মুখ উঁচু করে চলতে পারব। এর থেকে বড়, মানে এর থেকে ভালো বলার আমার আর কোনো ভাষা নেই।’ তিনি বলেন, ‘আমার সন্তান, আমার সংসার, আমার স্বামী, আমার পরিবার এবং আমার সামাজিক মর্যাদা সবকিছু আমি পেয়ে গেছি। আমার এখানে কোনো ষড়যন্ত্র কাজ করবে না, কারণ এখানে আমি খুব বেশি ভালোবাসি আমার পরিবারকে।’
অপু বিয়ের কথা বললেও এই বিষয়টি প্রথমে স্বীকার করেননি শাকিব। পুরো বিষয়টিকে তিনি বাংলা ছবির ইন্ডাস্ট্রি এবং তাঁর তারকা ইমেজকে ধ্বংস করে দেওয়ার বিশাল চক্রান্ত হিসেবে দাবি করেছিলেন।
তবে পরদিন আলাপকালে শাকিব খান বলেন, ‘চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। গতকাল আমি রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন