শাকিব ফিরলেই শেষ হবে ‘অহংকার’

শাকিব খান ও বুবলী অভিনীত ‘অহংকার’ ছবিটি আগামী পয়লা বৈশাখে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। ছবির দৃশ্য সব শুট করা হলেও বাকি রয়েছে দুটি গানের কিছু অংশের শুটিং। শাকিব খান কলকাতায় চলে যাওয়ায় কিছুটা চাপের মুখে পড়েছেন পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। কারণ পয়লা বৈশাখের আগে শুটিং ও সম্পাদনা শেষ করে সব প্রস্তুতি নিতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
পরিচালক শাহাদাৎ হোসেন বলেন, “আগামী পয়লা বৈশাখে আমরা ‘অহংকার’ ছবিটি মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু শাকিব খান আজ কলকাতায় চলে যাওয়ায় কিছুটা শঙ্কিত আমরা। যদিও শাকিব খানের শুটিং ও ডাবিং শেষ করেছি। মাত্র দুটি গানের কিছু অংশের শুটিং বাকি আছে। এ দুটি গানের শুটিং শেষ করতে পারলেই ছবি মুক্তি দিতে পারব।”
‘অহংকার’ ছবির ক্যামেরার কাজ শেষ হওয়ার কথা ছিল ১৪ মার্চ, কিন্তু সেটা শেষ পর্যন্ত আর হলো না। এর কারণ হিসেবে পরিচালক বলেন, ‘আসলে আমরা ছবির গানের শুটিং করছি গাজীপুরের আনসার একাডেমিতে। ওখানে যেতে-আসতে প্রায়ই যানজটে পড়তে হয়। এর মধ্যে একদিন শাকিব খান কয়েক ঘণ্টা জ্যামে আটকে থেকে বাসায় ফিরে যান, শুটিংই করতে পারেননি। তাই আমরা ছবির শুটিং শেষ করতে পারিনি। দুটি গানের কিছু অংশ বাকি আছে, তা আগামী ২৫ মার্চ থেকে টানা তিন দিন শুটিং করতে পারলেই ছবিটি মুক্তি দিতে পারব।’
ছবিটি সম্পাদনা করছেন তৌহিদ হোসেন চৌধুরী। কাজের অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে শাকিব খানের ডাবিং শেষ করেছি। বাকি কাজগুলোও প্রায় শেষের পথে।’
২৫ মার্চ গানের শুটিং করে ছবিটি কি মুক্ত দেওয়া সম্ভব—জানতে চাইলে তৌহিদ বলেন, ‘আসলে সবকিছুই তো রেডি আছে। এখন শাকিব খান কলকাতায় গেছেন। তিনি যদি সঠিক সময় দেশে আসেন এবং শুটিং শেষ করে দেন, তাহলে আমরা এডিট করে ছবিটি রেডি করতে পারব। মাত্র একদিন সময় লাগবে। পুরো বিষয়টি আসলে শাকিব খানের সময় দেওয়ার ওপর নির্ভর করছে।’
‘অহংকার’ ছবির গল্প লিখছেন আবদুল্লাহ জহির বাবু। এই ছবিতে তৃতীয়বারের মতো শাকিবের নায়িকা হচ্ছেন শবনম বুবলী। গত ঈদে দুই ছবিতে নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে বুবলী রুপালি পর্দায় অভিষিক্ত হন। বুবলী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন। এত দিন একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠ করতেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন