শাকিব-বুবলির ‘বসগিরি’তে গাইলেন ন্যান্সি ও ইমরান

‘সম্রাট’ ছবিতে ইমরানের গাওয়া ও সুর-সংগীত করা ‘রাতভর’ এখন বেশ জনপ্রিয়। গানটির কথা লিখেছিলেন রবিউল ইসলাম জীবন। পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। এবার শাকিব খানের নতুন ছবি শামীম আহমেদ রনী পরিচালিত ‘বসগিরি’তে থাকছে ইমরান ও রবিউল ইসলাম জীবনের করা গান। ‘কোনো মানে নেইতো’ শিরোনামের এ গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। ২৩ জুলাই সন্ধ্যায় ইমরানের নিজস্ব স্টুডিতে গানটির রেকর্ডিং হয়।
ইমরান বলেন, ‘এবারও চমৎকার একটি গান হয়েছে। মেলোডির সঙ্গে রিদম মিক্স করে গানটি করা। আমার বিশ্বাস সবাই পছন্দ করবেন।’
রবিউল ইসলাম জীবন বলেন, ‘ছবির গল্পের সঙ্গে মিল রেখে গানটি লিখেছি। ইমরানের সুর-সংগীত ও ন্যান্সির সঙ্গে গায়কী মিলিয়ে খুব ভালো দাঁড়িয়েছে। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’
‘বসগিরি’র পরিচালক শামীম আহমেদ রনী বলেন, ‘ছবিটির জন্য আমরা যে ধরনের গান চেয়েছিলাম। ঠিক সে ধরনের গানই হয়েছে।’
তিনি আরো জানান, থাইল্যান্ডে গানটির চিত্রায়ণ করা হবে। এতে শাকিব খানের সঙ্গে পারফর্ম করবেন ছবিটির নায়িকা বুবলি। কোরিগ্রাফার থাকবেন আদিল।
উল্লেখ্য, ‘বসগিরি’ প্রযোজনা করছে ‘খান ফিল্মস’। ছবিটির ৯০ ভাগ শুটিং শেষ। এতে আরো অভিনয় করছেন রজতাভ দত্ত (ভারত), অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ। আগামী ঈদেই ছবিটি মুক্তি দেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন