শাকিলই দ্বিতীয় রৌপ্য এনে দিলেন বাংলাদেশকে
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে ৫০ মিটার পিস্তলে রৌপ্য জিতেছেন বাংলাদেশের শাকিল আহমেদ। ৫০ মিটার পিস্তলের ফাইনালে শাকিলের স্কোর হলো ২২০.৫। এই ইভেন্টে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রেফাকোলি। তার স্কোর হলো ২২৭.২ পয়েন্ট। আর ২০১.১ স্কোর পেয়ে ব্রোঞ্জ উঠেছে ভারতের ওমপ্রকাশ মিথারওয়ালের গলায়।
১০ মিটার এয়ার পিস্তলে গত সোমবার অংশ নিয়েছিলেন শাকিল। তবে তিনি সেই ইভেন্টে বেশি সুবিধা করতে পারেননি। সেই প্রতিযোগিতার ফাইনালে উঠে ষষ্ঠ হন ২২ বছর বয়সী এই তরুণ।
কিন্তু বুধবার আর সেই সুযোগ হাত ছাড়া না করে দ্বিতীয় স্থান অর্জন করেই প্রতিযোগিতা শেষ করেন শাকিল।
এর আগে শুটিংয়ে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন আবদুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছিলেন তিনি। এবার পিস্তলে বাংলাদেশের হয়ে দ্বিতীয় রৌপ্য এলো শাকিলের হাত ধরে।
বাংলাদেশের হয়ে ছেলেদের ইভেন্টের মত মেয়েদের ইভেন্টে কোনো পদক না আসলেও ভালো করছেন তারাও। ১০ মিটার এয়ার পিস্তলে চতুর্থ হয়েছেন উম্মে সুলতানা। আর মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণীতে ব্যক্তিগত রেকর্ড গড়ে ষষ্ঠ হয়েছেন মাবিয়া সীমান্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন