শাকিলের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি: চিকিৎসক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন করে। ময়নাতদন্ত শেষে সকাল সেয়া ১০টায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডের প্রধান ছিলেন ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ। ময়নাতদন্ত শেষ তিনি সাংবাদিকদের জানান, তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পাকস্থলির আলামত মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। এছাড়া হার্ট, রক্ত ও ইউরিন পরীক্ষার জন্য আলামত হিস্ট্রো প্যাথলজি বিভাগে পাঠানো হয়েছে। এসব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া সম্পন্ন হবে।
মেডিকেল বোর্ডের অপর দুই সদস্যরা হলেন- সহকারী অধ্যাপক ডাক্তার আ ফ ম শফিউজ্জামান ও প্রভাষক প্রদীপ কুমার।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরে সামদাদো জাপানিজ কুইজিন রেস্তোরাঁ থেকে মাহবুবুল হক শাকিলের অসুস্থ হওয়ার খবর দেয়া। পরে হোটেলের একটি কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম জানান, শাকিল দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরে সামদাদো জাপানিজ কুইজিন রেস্তোরাঁ থেকে মাহবুবুল হক শাকিলের অসুস্থ হওয়ার খবর দেয়া। পরে হোটেলের একটি কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম জানান, শাকিল দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাকিলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ তার বাড়ি ময়মনসিংহের বাঘমারায় নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে শাকিলের দাফন করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন