শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাবনূর যা করতেন সালমান শাহ বেঁচে থাকলে !

চলচ্চিত্রের ভাষা বদলে দেওয়া নায়িকা শাবনূর। যে বদলের অন্যতম অংশীদার অকাল প্রয়াত সালমান শাহ। অল্প সময়, অথচ জুটি হয়ে রূপালি পর্দা শাসন করেছেন বিস্তর। সালমান নেই কিন্তু শাবনূরের উপস্থিতি এখনও বদলে যায় চারপাশ। দেখা গেল সেদিনও। মেঘেঢাকা বিএফডিসিতে যেন উঁকি মারলো ঝাঁ-চকচকে রোদ।

পুরনো ছবির অসম্পূর্ণ কাজ সারতে লম্বা বিরতি ভেঙ্গে এসেছিলেন তিনি। হঠাৎ উপস্থিতির চাঞ্চল্য ছুটে বেড়ালো দেয়াল ঘেরা সুরক্ষিত বিএফডিসির মূল ফটক হয়ে ফ্লোরে-গলিতে । এফডিসির চেনা চত্বরে আলাপ জমালেন তিনি। যার পুরোটাই আশাবাদ আর নতুনভাবে শুরু করার গল্প। যে গল্পের অাঁকে-বাঁকে এখনও দীর্ঘশ্বাস হয়ে ফিরে আসেন সালমান। কথায় কথায় উঠে এসছে এ অঙ্গন থেকে শাবনূরের হঠাৎ প্রস্থান আর আগমনের রহস্যও।

প্রশ্ন: হঠাৎ চলে যাওয়ার গল্পই ছিল সেটা। বিদায় তো নয়। কিন্তু কেন?
শাবনূর: কিছুটা বিরতি, এটা বিদায় নয়। আসলে বিয়ে সংসার নিয়েই ব্যস্ততা বলা যায়। আর আমি চাইলেও চলচ্চিত্র থেকে দূরে থাকতে পারব না। তাই নতুন করে পরিকল্পনা করছি।

প্রশ্ন: সেটা কেমন?
শাবনূর: কোরবানির ঈদ কাটাব অস্ট্রেলিয়ায়। এটা মূলত হবে আমার প্রস্তুতি। একজন নায়িকা বা অভিনয়শিল্পী হিসেবে পর্দায় যা দরকার সেভাবে নিজেকে তৈরি করব। ঈদের পর কাজ করার জন্যই ফিরব।

প্রশ্ন: শুধুই নায়িকা চরিত্রের জন্যই ফিরবেন?
শাবনূর: না, আমি তো বিষয়গুলো বুঝি। সব ধরনের চরিত্রেই আমাকে দর্শকরা পাবে। আর আমি কিন্তু আগেও বোনের চরিত্রে অভিনয় করেছি। তাই নায়িকা চরিত্র হলেই যে কাজ করব, তা কিন্তু নয়। পর্দায় কাজ করার জন্য শরীরের অতিরিক্ত ওজন কমানোটা জরুরি।

প্রশ্ন:আরও একটি বিষয় কি ভাবায়- নায়ক সংকট?
শাবনূর: হ্যাঁ, আমার বিপরীতে হাতেগোনা কয়েকজন নায়ক মানানসই হবে। আর সেটা বয়সের কারণেই। আমি যখন বিএফডিসিতে আসতাম, সেসময় চলচ্চিত্রের কাজকে ঘিরে উৎসব চলত। এখন এগুলোতেও ভাটা পড়েছে। ভালো মানের অভিনয়শিল্পীও জরুরি।

প্রশ্ন: এখনকার কোন নায়িকার কথা আপনি উল্লেখ করতে চান- যাকে প্রতিশ্রুতিশীল মনে হয়েছে?
শাবনূর: মাহির অভিনয়টা ভালো লেগেছে। সে যদি ধৈর্য নিয়ে কাজ করে অনেকদূর যেতে পারবে। নিজের কাজের প্রতি মনযোগী হওয়াটা জরুরি। সে সম্ভাবনাময়ী অভিনয়শিল্পী। তার আগের কয়েকটি কাজ দেখেছি। নতুন ছবি ‘অগ্নি-২’টা এখনও দেখা হয়নি। ভাবছি সিনেমা হলে গিয়ে দেখব।

প্রশ্ন: একসময় প্রযোজনার কথা শোনা গিয়েছিল। এ ভাবনাটা কি এখনও আছে?
শাবনূর: হ্যাঁ। বরং বলা যায় আগের চেয়ে এর পরিসর আরও বেড়েছে। একটা সময় পরিস্থিতি অনুকূলে ছিল না। তাই প্রযোজনার কথা বললেও তা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়া থেকে ফিরে এ পরিকল্পনা নিয়ে এগুবো। ভালো চিত্রনাট্য পেলে পরিচালনায়ও আমাকে দেখা যেতে পারে। হয়তো সালমান বেঁচে থাকলে আমাকে এতদিন এ কাজে দেখা যেত। প্রচুর উৎসাহ পেতাম তার কাছ থেকে। তিনি আমাকে পরিচালক বানিয়েই ছাড়তেন।

প্রশ্ন: সালমান শাহ, ভাবায় এখনও?
শাবনূর: আজ এ প্রসঙ্গ থাক। অন্য কোনওদিন হয়তো বলা যাবে।

ততক্ষণে ডাক আসে শাবনূরের। ক্রিংক্রিং চলছে সেটে। আবারও গিয়ে দাঁড়ালেন ক্যামেরার সামনে। বৃষ্টি ঝরবে। পেছনে বাজছে গান ‘মেঘ ডাকলে ডাকুক’।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন