শামসুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে।
বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয় বাংলা একাডেমিতে। সেখান থেকে বেলা ১১টায় সৈয়দ হকের কফিন নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শেষবারের মতো বিদায় জানাবে সব্যসাচী এই লেখককে। রাষ্ট্রপতি আবদুল হামিদও তার মরদেহে শ্রদ্ধা জানাবেন।
এরপর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সৈয়দ শামসুল হকের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে কুড়িগ্রামে। শেষ ইচ্ছা অনুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে তার কবর হবে।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সৈয়দ হকের। ১৯৬৬ সালে মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। আর ১৯৮৪ সালে তাকে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছিল সরকার।
১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানাপাড়ায় তার জন্ম।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন