রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শারীরিক সম্পর্কেও ছড়ায় হেপাটাইটিস ‘বি’, ৫.৪% এ ভাইরাসে আক্রান্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, `বর্তমানে সারাদেশে শতকরা ৫.৪ ভাগ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। হেপাটাইটিস এ এবং ই পানি এবং খাদ্যের মাধ্যমে ছড়ায়। বিশেষ করে হেপাটাইটিস বি এবং সি দূষিত রক্ত, সংক্রমিত সূঁচ এবং সিরিঞ্জের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক মেলামেশার মাধ্যমেও ছড়ায়।’

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে দমশ জাতীয় সংসদের একাদশ (বাজেট) অধিবেশনে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদীর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সংসদে এ তথ্য জানান। তিনি বলেন, ‘দেশের জনগণকে হেপাটাইটিস বি ভাইরাস মুক্তকরণের জন্য সারাদেশের হাসপাতালগুলোতে বিনামূল্যে টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের পরিকল্পনা আছে।’

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যেসব হাসপাতালে কোনো সচল অ্যাম্বুলেন্স নেই, সেসব হাসপাতালে প্রয়োজনিয়তা বিবেচনা করে অ্যাম্বুলেন্স বিতরণ করা হবে।’ আগামী সেপ্টেম্বর নাগাদ অ্যাম্বুলেন্স সরবরাহ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বিশেষ অগ্রাধিকারের ভিত্তিতে স্থানীয় চাহিদা অনুযায়ী রৌমারী ও রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে।’

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুস্তুম আলী ফরাজীর এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরকারি হাসপাতালে ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্টিক পদ্ধতিতে হাজিরা গ্রহণ করা হচ্ছে বলে জানান।

লিখিত বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি স্বাস্থ্য ও সেবা প্রতিষ্ঠান এবং হাসপাতালে সঠিকভাবে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কার্যালয়ে আকস্মিক পরিদর্শন টিম বর্তমানে নিয়মিত পরিদর্শনের কাজ করে যাচ্ছে। এছাড়া চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে বায়োমেট্রিক পদ্ধতির হাজিরা গ্রহণ করার উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘চিকিৎসকদের কার্যক্রম তদারকির জন্য মন্ত্রণালয় থেকে একটি হ্যালো ডাক্তার কর্মসূচি বর্তমানে চালু করা হয়েছে। যার মাধ্যমে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা টেলিফোনে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো নিয়মিত মনিটরিং করে থাকেন। তাছাড়া চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং চিকিৎসক ও কর্মচারীদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ও জবাবদিহিতার লক্ষ্যে হাসাপাতালের ম্যানেজমেন্ট কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে।’

অন্যদিকে বেসরকারি হাসাপাতালের কার্যাবলী মনিটরিং ও তদারকির জন্য জেলার সিভিল সার্জনের নেতৃত্বে তদারকি টিম কাজ করছে। এছাড়া মেডিকেল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ অডিনেন্স-১৯৮২ হালনাগাদ ও যুগোপযোগী করতে চিকিৎসা সেবা আইন ২০১৬ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। শিগগিরই আইনের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিসভায় উপস্থাপন করা সম্ভব হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন

কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন

জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ

জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে একজনের মৃত্যু
  • কোন খাবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে
  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • ফুড সিস্টেম ড্যাশবোর্ড নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে : খাদ্য সচিব
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বিশ্বের শক্তিশালী এমআরআই মেশিনে মস্তিষ্কের প্রথম চিত্র প্রকাশ
  • H5N1 ভাইরাস ছড়াচ্ছে, কোভিডের চাইতে 100 গুণ বেশি বিপজ্জনক
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়
  • তরমুজ খেলে কি সত্যিই ওজন কমে?