শারীরিক সম্পর্কের প্রথমদিন সাথে ১০টি টিপস
প্রিয় মানুষের সাথে প্রথমবার শারীরিক সম্পর্কের জড়ানোর বিষয়ে আলোচনা করা একটি গুরুত্বপূর্ন বিষয় হয়ে উঠেছে। একটি গবেষনা দেখা গেছে প্রথমদিন মিলনের পর অনেকেরই সমস্যা হয়। মানষিক তুপ্তি হুঁজে না পেযে পরবর্তীতে পারিবারিক কলহ, স্ত্রীর প্রতি বিরুপ ধারনা, ইন্টারনাল বিবাদ তৈরী হয়ে থাকে। সেকারনেই শুধু যারা প্রথমবার যৌন সম্পর্কে জড়াবেন, তাদের কিছু তথ্য অবশ্যই জানা উচিত৷ এই টিপস্ তাদের প্রথমবারের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলবে৷
১. যৌনতা নিয়ে অহেতুক ঘাবড়াবেন না৷ অকারণ ভীতি, বা অতিরিক্ত উৎসাহ কোনোটাই ভালো নয়৷ অকারণ চিন্তা দূরে রাখুন এবং যৌনতার আনন্দ উপভোগ করুন৷
২. প্রথমবারের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলতে নিজের মধ্যে দুষ্টুমিটা ধরে রাখুন৷ আপনার হিউমার আপনার পার্টনারকে সেই বিশেষ সময়ে অনেক আনন্দ দেবে৷
৩. সেক্স করার সময় অহেতুক পর্নোগ্রাফি দেখে নিজেদের উত্তেজিত করার চেষ্টা করবেন না৷ নিজেদের বুঝুন৷ নিজেদের সান্নিধ্য উপভোগ করুন৷ তবেই যৌনতার আসল মহিমা টের পাবেন৷ নীল ছবির অতিরঞ্জিত দৃশ্য আপনার আশা অতিরিক্ত বাড়িয়ে দিতে পারে অনেক সময়, যা আপনার প্রকৃত সুখের পথে অন্তরায়৷
৪. সিনেমার মতো বা পর্নোগ্রাফির মতো নিজেদের যৌনতা নাও হতে পারে, এটা মনে রেখে তারপরই সেক্স করুন৷ বাস্তব জগৎ এবং সিনেমা যে এক নয়, তা বুঝতে হবে আপনাকেই৷
৫. একটু রিল্যাক্স করুন রতি ক্রিয়ার সময়৷ মাথায় একগুচ্ছ চিন্তা নিয়ে বিছানায় গেলে, জীবনের সমস্যার সমাধান যেমন মিলবে না, তেমনই পাবেন না রতিসুখ৷ তাই সারাদিনের টেনশনকে বিদায় দিয়ে তারপরেই বিছানায় যান৷
৬. মনের মানুষটিকে আদর করার পরিবেশ তৈরি করুন৷ নোংরা বিছানা বা তেলচিটে বালিশ, আর তার ওপরেই আপনারা লীলা খেলা করবেন, এমন যেন কখনওই না হয়৷ পরিষ্কার ঘর, টিমটিমে আলো, মিষ্টি কোনো রোমান্টিক গান এসব কিন্তু ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি করার কাজে খুবই উপযোগী৷
৭. প্রথমবার বিছানায় যাওয়ার আগে একবার নিজের কোনো ডাক্তার বন্ধুর পরামর্শ অবশ্যই নিন৷ এমন হতে পারে, আপনি যৌনতার পরবর্তী প্রভাব সম্পর্কে সঠিক ওয়াকিবহাল নন৷ তাই আগে সমস্ত ব্যাপার সঠিক ভাবে জেনে তারপরই নিশ্চিন্তে যৌনতায় মশগুল হন৷
৮. সম্পর্ক আর মুহূর্তদের গুরুত্ব নিয়ে প্যাশনেট হন, সেক্স নিয়ে নয়৷ মুহূর্ত সুন্দর হলে তবেই আসবে রতিক্রিয়ায় স্বর্গসুখ৷ নাহলে বাকি সবকিছুর স্বাদ আধসেদ্ধ মাংসের মতো হয়ে যাবে৷
৯. যৌনতা নিয়ে কৌতূহলী হলে, সেই বিষয়ে বিস্তর পড়াশোনা করে দেখতে পারেন৷ কোনো বিদ্যাই খারাপ নয়৷
১০. একটা কথা মনে রাখবেন, প্র্যাকটিকাল জীবনে অনেককিছুই মানুষ নতুন অভিজ্ঞতা অর্জন করেন৷ যা আগে থেকে জেনে রাখা যায় না৷ তাই সবকিছুর জন্যই তৈরি থাকুন৷ চরম মুহূর্তে যে কী হয়, কেউ বলতে পারেন না৷
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন