বিবিসি বাংলার প্রতিবেদন
শাশুড়িকে কুপিয়ে ছেলেকে নিয়ে মায়ের আত্মহত্যা
বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়ার কসবায় সৎ শাশুড়িকে কুপিয়ে আহত করে একজন গৃহবধূ তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। প্রাথমিক তদন্ত শেষে স্থানীয় পুলিশ এই ধারণা করছে। ব্রাক্ষণবাড়িয়ার কসবা থানার রিনা আক্তার তার ছেলে এবং শাশুড়ির সঙ্গে একই বাড়িতে থাকতেন। তবে তার স্বামী ইতালি প্রবাসী।
কসবা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন, ছেলেকে সঙ্গে নিয়ে সোমবার সকালে একজন আত্মীয়াকে হাসপাতালে দেখতে আসেন রিনা আক্তার। সেখান থেকে বেরিয়ে যাবার কিছুক্ষণ পর রেললাইন থেকে মা-ছেলের ট্রেনে কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু আত্মীয় স্বজনকে খবর দেয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা হলে শাশুড়ির ফোনে রিং হলেও কেউ ধরেননি।
এরপর এলাকাবাসীর সন্দেহ হলে তাদের বাড়ির সামনের গেট এবং দরজা ভেঙ্গে ঘরের ভেতর রক্তাক্ত জখম অবস্থায় তার সৎ শাশুড়ি খায়রুন আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে আহত করেই রিনা আক্তার আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে। তবে কারণ সম্পর্কে এখনো পরিষ্কার কোন তথ্য না পেলেও পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। তবে এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন